পরনে সাদা টপ, সঙ্গে সাদা টাইলোরেড প্যান্ট। গায়ে জড়ানো ট্রেঞ্চ কোট। হাতে কালো লেদারের গ্লাভসে শোভা বাড়াচ্ছে এক সারি অলংকার। চোখে কালো ফ্রেমের চশমার ফাঁকে স্পষ্ট সেই তীক্ষ্ণ চাহনি। গলা জুড়ে দীপ্তি ছড়াচ্ছে চকমকি পাথরের নেকলেস। কানে বড় রিং এবং অভিনব কায়দায় বাঁধা চুল। প্রথম ঝলক দেখে মনে হবে মঞ্চ দিয়ে হেঁটে আসছেন চিরসবুজ অভিনেত্রী রেখা। আর সেখানেই নেটিজেনদের দশ গোল দীপিকা পাডুকোনের। হ্যাঁ, মাতৃত্বের পর সব্যসাচী মুখোপাধ্যায়ের হাত ধরে ঠিক এমন ভাবেই প্রত্যাবর্তন ঘটল ‘দ্য লেডি সিংহম’-এর। স্বনামধন্য ব্র্যান্ডের ২৫ বছরের পূর্তি উপলক্ষে এক ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন বাঙালি পোশাকশিল্পী। আর সেখানেই নতুন অবতারে তাক লাগালেন নায়িকা। যাঁকে প্রথমে দেখে অভিনেত্রী রেখা বলেই ভুল করে বসেছেন নেটপাড়ার একাংশ। কী ভাবে দীপিকা থেকে ‘রেখা’ হয়ে উঠলেন তিনি? সমাজমাধ্যমে এই ভিডিয়ো পোস্ট করে দীপিকা জানালেন সবটাই। ভিডিয়োর শুরুতেই দীপিকা নেটিজেনদের নিয়ে যান তাঁর সাজঘরে। প্রথমেই দেখা যায় রূপটানের আগে রূপচর্চায় ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। আর তারপরেই শুরু হয় চুলের এবং চোখের মেকআপ। সেইখানে স্বয়ং উপস্থিত ছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়। প্রায় দশ-বারো জন মিলে দীপিকাকে সাজিয়ে তোলেন। এর পর দৃশ্য বদলায় এবং সাজঘর থেকে সোজা অভিনেত্রীকে দেখা যায় র্যাম্প ওয়াকে। নিজের উপস্থিতিতে প্রায় অভিভূত করে তোলেন সেখানে উপস্থিত প্রায় শত শত বিশিষ্ট অতিথিদের। বিশেষ করে তাঁর বো বাঁধা হেয়ারস্টাইলেই চোখ আটকেছে অনুরাগীদের। তা দেখেই প্রশ্ন, রেখা না দীপিকা, ধরতে পারবেন না! উল্লেখ্য, গত বছর ৮ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর আবহেই মা হয়েছেন দীপিকা পাডুকোন। রণবীর সিং এবং দীপিকার কোলে এসেছে কন্যা দুয়া সিং পাডুকোন। সিনেমা থেকে আপাতত সাময়িকভাবে দূরেই রয়েছেন তিনি। তবে সম্প্রতি মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে তিনি যে এমন ভাবে ধরা দেবেন ক্যামেরার সামনে, তা কিছুটা অপ্রত্যাশিতই ছিল অনুরাগীদের কাছে
Read Next
বিনোদন
February 17, 2025
সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’।
বিনোদন
February 17, 2025
এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ
বিনোদন
February 16, 2025
দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ
বিনোদন
February 16, 2025
আসছে ‘আশিকি’ ছবির তৃতীয় অধ্যায়
February 17, 2025
সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’।
February 17, 2025
এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ
February 16, 2025
টলিউডে যেন প্রেমের মরশুম! তার মাঝেই প্রেমের ইস্তেহার তথাগত মুখোপাধ্যায়ের
February 16, 2025
দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ
February 16, 2025
ভালবাসা দিবস না ‘ছাবা দিবস’, কার জোর বেশি ছিল গত শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি?
February 16, 2025
আসছে ‘আশিকি’ ছবির তৃতীয় অধ্যায়
Related Articles
Check Also
Close