উজ্জ্বল ও দাগহীন ত্বকের জন্য ম্যাজিকাল সল্যুশন
স্কিন ও হেয়ার কেয়ারে বেদানা বা ডালিমের খোসা
বেদানা শুধুমাত্র খেতেই সুস্বাদু নয়, এর খোসাটাও কিন্তু বেশ কাজের! ঘরোয়া রূপচর্চায় বেদানা বা ডালিমের খোসার ব্যবহার খুব বেশি একটা শোনা যায় না। কিন্তু উজ্জ্বল ও দাগহীন ত্বক পাওয়ার জন্য ম্যাজিকাল সল্যুশন আছে এই উপাদানটির কাছে। কী কী উপকারিতা আছে ডালিমের খোসাতে, সেটাই এখন আপনাদের জানাবো।
ডালিমের খোসাতে রয়েছে তিন প্রকার অ্যান্টি-অক্সিডেন্ট। ত্বকে বয়সের ছাপ, ফাইন লাইনস, রিংকেল কমিয়ে আনতে অব্যর্থ উপাদানই বলা যায় এটাকে।
এটি ত্বকের কোলাজেন ভাঙতে বাঁধা দেয়, ফলে ত্বকের টানটানভাব ধরে রাখে।
ব্রণ, র্যাশের প্রকোপ কমিয়ে ফেলে ত্বককে পরিষ্কার রাখে। দাগ কমাতেও দারুণ কার্যকরী এটি।
মাইল্ড ও ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। ত্বকে জমে থাকা ময়লা, ডেড সেলস কমিয়ে ফেলতে সাহায্য করে।
হেয়ার প্যাক হিসাবেও বেদানার খোসা ব্যবহার করা যায়। এটি চুল পরা ও খুশকি কমিয়ে আনতে কার্যকরী ভুমিকা রাখে।
রূপচর্চায় রেড স্যান্ডালউড বা রক্তচন্দন
রেড স্যান্ডেলউড বা রক্তচন্দন বা লাল চন্দন, রূপবিশেষজ্ঞরা এটিকে সব গুণে গুণান্বিত একটি উপাদান হিসেবেই দেখে থাকেন। ভারতীয় উপমহাদেশে এই লাল চন্দন উদ্ভিদটি দেখা যায়। এটা দুর্লভ, তাই এক্সপেনসিভও বটে! নরমাল চন্দন গুঁড়ো থেকে এটি একটু আলাদা। রেড স্যান্ডেলউড বা রক্তচন্দনের গুনাগুন সম্পর্কে জেনে নেই চলুন।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। সেই সাথে ত্বকের ক্লান্তিভাবও দূর করে।
ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে।
বয়সের ছাপ কমিয়ে স্কিনকে কোমল ও টানটান রাখে।
একনে, র্যাশ ও দাগ কমিয়ে ত্বককে সতেজ করে তোলে।
উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে কার্যকরী দুইটি ফেইসপ্যাক
রেগ্যুলার স্কিন কেয়ারের পাশাপাশি সপ্তাহে ১ বা ২ দিন ফেইসপ্যাক দিয়ে বাড়তি যত্ন নেওয়া উচিত। ঘরোয়া উপায়ে ও ন্যাচারাল ইনগ্রেডিয়েন্স দিয়েই ত্বকের যত্ন নিন। উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে কার্যকরী দুইটি ফেইসপ্যাক সম্পর্কে জেনে নেই চলুন। সব ধরনের স্কিনে এই প্যাকগুলো দারুণ কাজ করে। ঘরোয়া রূপচর্চায় সপ্তাহে অন্তত ১ বার ফেইস মাস্ক বা প্যাক অ্যাপ্লাই করা উচিত।
১) রেড স্যান্ডেলউড বা রক্তচন্দন গুঁড়ো সাথে মুলতানি মাটি, রোজ ওয়াটার, শসার রস দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিন। মুখে ও গলাতে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি শুষ্ক ও পিগমেনটেড হয়ে থাকে, তাহলে টকদই বা দুধ দিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। সপ্তাহে ১-২ বার এভাবে প্যাকটি অ্যাপ্লাই করুন। চাইলে হাতে এবং পায়েও প্যাক লাগাতে পারেন।
২) Pomegranate peel Powder বা বেদানার খোসার গুঁড়োর সাথে অ্যালোভেরা জেল, গোলাপজল, মুলতানি মাটি ও দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখে ও গলায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এভাবে প্যাকটি অ্যাপ্লাই করুন। স্ক্রাবিং করতে চাইলে এই প্যাকের সাথে মধু ও চিনি মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, সপ্তাহে একবার স্ক্রাবিং করাই যথেষ্ট!