বিনোদন

ইডেনে অভিষেক শো, চিপকে দেখা গেল বিজয় তিলক

ইডেনে অভিষেক শো, চিপকে দেখা গেল বিজয় তিলক। অনবদ্য ইনিংস তিলক বর্মার। তাতেই দ্বিতিয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় এল ২ উইকেটে। ইংল্যান্ড প্রথমে তুলেছিল ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে অবশ্য কষ্টার্জিতভাবেই জয় পেতে হল ভারতকে। কারণ তিলক ছাড়া দাঁড়াতে পারেননি তেমন কেউই। স্যামসন ৫, অভিষেক ১২, সূর্য ১২, ধ্রুব ৪, হার্দিক ৭। ৭৮ রানেই হারায় ৫ উইকেট। এরপর কিছুটা ওয়াশিংটন সুন্দর ২৬ করে এগিয়ে নিয়ে যান। বাকিটা টেল এন্ডারদের নিয়ে তিলকই দায়িত্ব নিয়ে জিতিয়ে মাঠ ছাড়েন। তিলক বর্মার ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ৫ ছক্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.