আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ঘরোয়া উপায়ে
১) শসার রস এবং অ্যালোভেরা দিয়ে মাস্ক
১) শসার রস এবং অ্যালোভেরা দিয়ে মাস্ক –
উপকরণ
১. শসার রস- ২ টেবিল চামচ
২. অ্যালোভেরা জেল- ১ টেবিল চামচ
লেবুতে যদি এলার্জি না থাকে, তাহলে এই মাস্কে দুই তিন ফোঁটা লেবুর রস দিয়ে দিন। এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তুলার সাহায্যে আন্ডারআর্ম, কনুই ও হাঁটুতে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করে নিন। সবশেষে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। সব ধরণের ত্বকেই এই প্যাকটি মানিয়ে যাবে সহজেই। তবে অ্যালোভেরাতে যাদের অ্যালার্জি হয়, তারা টমেটোর রস ব্যবহার করতে পারেন।
২) কালো দাগ দূর করতে টক দই ও লিকোরিস পাউডার
লিকোরিস পাউডার মৃত ত্বকের কোষ ক্লিন করে এবং দই ত্বককে সফট ও ময়েশ্চারাইজড করে তুলতে সাহায্য করে। এটি রোদের পোড়া ভাব দূর করতেও সহায়তা করে।
উপকরণ
১. টক দই- ২ টেবিল চামচ
২. লিকোরিস পাউডার- ১ চা চামচ
একটি বাটিতে উপকরণ গুলো একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ৩ থেকে ৪ মিনিট আন্ডারআর্ম, কনুই ও হাঁটুতে ঘষুন। ১০ মিনিটের জন্যে এভাবেই রেখে দিতে হবে। শুকিয়ে এলে পানি দিয়ে তুলে পরিষ্কার করে ফেলুন।
৩) হলুদ, বেসন এবং মধু দিয়ে মাস্ক
৩) হলুদ, বেসন এবং মধু দিয়ে মাস্ক –
বহুকাল ধরে ত্বক উজ্জ্বল করতে হলুদ ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে কার্কুমিন টাইরোসিনেজ যা মেলানিন সংশ্লেষণ প্রতিরোধ করে এবং হাইপারপিগমেন্টেশন কমাতে সহায়তা করে। আর মধু তো ত্বকের জন্য দারুণ উপকারী, সেটা আমরা সবাই জানি। বেসন ত্বক পরিষ্কার করে এবং দাগ হালকা করতে ভূমিকা রাখে।
উপকরণ
১. হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
২. মধু- ১ টেবিল চামচ
৩. বেসন- ২ টেবিল চামচ
সবগুলো উপাদান একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আন্ডারআর্ম, কনুই ও হাঁটুতে ১০ থেকে ১৫ মিনিট এর জন্যে লাগিয়ে রাখুন। প্যাক শুকিয়ে গেলে হালকা কুসুম পানি দিয়ে পরিষ্কার করে নিন।