খেলা

মহাতারকারা যখন ব্যর্থ, তখন আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকালেন

জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএলেও তিনি ব্রাত্য। তবু তিনি ‘লর্ড’ শার্দুল ঠাকুর। ক্রাইসিস ম্যান। মহাতারকারা যখন ব্যর্থ, তখন আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকালেন। অক্সিজেন দিলেন মুম্বই দলকে। রঞ্জি ম্যাচে যেন ওয়ান ম্যান শো। মুম্বইয়ের প্রথম ইনিংসে ১২০ রানের জবাবে জম্মু-কাশ্মীর তোলে ২০৬ রান। দ্বিতীয় ইনিংসে ১০১ রানেই ৭ উইকেট হারায় মুম্বই। হারের মুখ থেকেই পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন শার্দুল ঠাকুর। সেইসঙ্গে যোগ্য সঙ্গ দেন তনুশ কোটিয়ান। ১১৯ বলে ১৭টা চারের সাহায্যে ১১৩ রানে অপরাজিত শার্দুল। অন্যদিকে কোটিয়ান ৫৮ রানে অপরাজিত। মুম্বইয়ের আট ও নয় নম্বরে নামা ব্যাটাররা যোগ করেছেন ১৭৩ রান। শার্দুল ২০২৩ সালের পর দেশের হয়ে টেস্ট ও ওডিআই দলে জায়গা পাননি। শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছেন ২০২২ সালে। ২০২৫-এর মেগা অকশনে আনসোল্ড ছিলেন শার্দুল। মুম্বই দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৭৪। তাতে এগিয়ে রইল ১৮৮ রানে। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ২৮, যশস্বী জয়সওয়াল ২৬, অজিঙ্কা রাহানে ১৬, শ্রেয়স আইয়ার ১৭ রানে আউট হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.