বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারলেও, আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারতীয়দের দাপট অব্যাহত। জসপ্রীত বুমরাহ তো অটোমেটিক চয়েস। সেইসঙ্গে একাদশে জায়গা পেয়েছেন ব্যাটার যশস্বী জয়সওয়াল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্বে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। গতবছরও তিনিই ছিলেন।
একনজরে বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ, রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, জসপ্রীত বুমরাহ।