খেলা

জাড্ডুর জাদু! তাতেই দু’দিনে খেলখতম পন্থের দিল্লির

জাড্ডুর জাদু! তাতেই দু’দিনে খেলখতম পন্থের দিল্লির। দু’ইনিংস মিলিয়ে একডজন উইকেট রবীন্দ্র জাদেজার। তাতে প্রথম ইনিংসে ৫ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট। অস্ট্রেলিয়ায় ভারতীয় দল ব্যর্থ হওয়ায় অশ্বিনের মতো জাদেজারও অবসর চেয়েছিলেন অনেকেই। ঘরের মাঠে ঘরোয়া ক্রিকেটে যেন মোক্ষম জবাবই দিলেন জাড্ডু।ঋষভ পন্থ প্রথম ইনিংসে ১ রানে ও দ্বিতীয় ইনিংসে ১৭ রানে আউট হন। তাতে দিল্লিকে ১০ উইকেটে হারিয়ে ম্যাচ জেতে সৌরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.