জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএলেও তিনি ব্রাত্য। তবু তিনি ‘লর্ড’ শার্দুল ঠাকুর। ক্রাইসিস ম্যান। মহাতারকারা যখন ব্যর্থ, তখন আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকালেন। অক্সিজেন দিলেন মুম্বই দলকে। রঞ্জি ম্যাচে যেন ওয়ান ম্যান শো। মুম্বইয়ের প্রথম ইনিংসে ১২০ রানের জবাবে জম্মু-কাশ্মীর তোলে ২০৬ রান। দ্বিতীয় ইনিংসে ১০১ রানেই ৭ উইকেট হারায় মুম্বই। হারের মুখ থেকেই পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন শার্দুল ঠাকুর। সেইসঙ্গে যোগ্য সঙ্গ দেন তনুশ কোটিয়ান। ১১৯ বলে ১৭টা চারের সাহায্যে ১১৩ রানে অপরাজিত শার্দুল। অন্যদিকে কোটিয়ান ৫৮ রানে অপরাজিত। মুম্বইয়ের আট ও নয় নম্বরে নামা ব্যাটাররা যোগ করেছেন ১৭৩ রান। শার্দুল ২০২৩ সালের পর দেশের হয়ে টেস্ট ও ওডিআই দলে জায়গা পাননি। শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছেন ২০২২ সালে। ২০২৫-এর মেগা অকশনে আনসোল্ড ছিলেন শার্দুল। মুম্বই দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৭৪। তাতে এগিয়ে রইল ১৮৮ রানে। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ২৮, যশস্বী জয়সওয়াল ২৬, অজিঙ্কা রাহানে ১৬, শ্রেয়স আইয়ার ১৭ রানে আউট হন।
Read Next
January 25, 2025
রঞ্জিতে যখন একের পর এক জাতীয় দলের তারকারা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন, তখনও পর্যন্ত অজ্ঞাতবাসই করছিলেন বিরাট কোহলি
January 24, 2025
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারলেও, আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারতীয়দের দাপট অব্যাহত
January 24, 2025
টি২০ ক্রিকেটের দাপটে ওয়ান ডে আইসিসি বর্ষসেরা একাদশে কেউই সুযোগ পেলেন না ভারতীয় দলের
January 24, 2025
জাড্ডুর জাদু! তাতেই দু’দিনে খেলখতম পন্থের দিল্লির
January 24, 2025
৪৩ বছরেই ম্যাজিক দেখাতে প্রস্তুত হচ্ছেন মাহি। ফিটনেস দেখে কে আন্দাজ করবে তাঁর বয়স!
January 22, 2025
ম্যাচে নামার আগে ম্যাককালামের প্রশংসাই শোনা গেল অধিনায়ক বাটলারের মুখে
Related Articles
Check Also
Close