বিনোদন

লক্ষ্মীবারের সকাল থেকেই মাথায় হাত ‘উইন্ডোজ’ প্রযোজনা সংস্থার!

লক্ষ্মীবারের সকাল থেকেই মাথায় হাত ‘উইন্ডোজ’ প্রযোজনা সংস্থার! সমাজমাধ্যমে খবর জানা গিয়েছিল হঠাৎই হ্যাক হয়ে গিয়েছে এই প্রযোজনা সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজ। জনপ্রিয় এই সংস্থার লোগো মুছে গিয়ে অন্ধকারে গা ঢেকেছিল প্রোফাইল। আর তার সঙ্গে কিছু অপ্রাসঙ্গিক লেখা। অন্যদিকে পরিচালক অরিত্র মুখোপাধ্যায় জানিয়েছিলেন খুব দ্রুতই পেজ উদ্ধার করার কাজ চলছে। বিকেল গড়াতেই প্রকাশ্যে এল আসল তথ্য। হ্যাকার নয়, ভূতেদের কবলে পড়েছিল প্রযোজনা সংস্থার পেজ। বিষয়টা খোলসা করেই বলা যাক। আসলে সবটাই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রচারকৌশল। চলতি বছরের বড়দিনেই মুক্তি পাচ্ছে ‘উইন্ডোজ’-এর আগামী ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। পরিচালকের আসনে যে অরিত্র মুখোপাধ্যায়, তা আর বলার অপেক্ষা রাখে না। নতুন ছবির এক ঝলক সমাজমাধ্যমে পোস্ট করে নির্মাতারা জানান, “আজ সকালে যাঁরা আমাদের পেজ দখল করেছিলেন তাঁরা আর কেউ নন, এক দল ভূত। আমরা ওঁদের হাত থেকে নিজেরা বাঁচলেও, ওঁরা বলে গেছেন- আঁবারও দেঁখা হঁবে, এঁই বঁড়দিনে।’ ভয় না পেয়ে আপনাদেরও কিন্তু আসতে হবে আমাদের সঙ্গে। আমন্ত্রণ রইল। গন্তব্যস্থল, ভানুপ্রিয়া ভূতের হোটেল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.