‘ঘরের কেউই আঘাত করেছেন সইফ আলি খানকে! অস্ত্রোপচারের চারদিন পর তাঁকে দেখে মনে হয়নি তাঁর আদৌ কিছু হয়েছে!’ সইফ-কাণ্ড ঘিরে সমাজমাধ্যমে বিস্ফোরক মন্তব্য বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের। সইফ আলি খানের উপর দুষ্কৃতি হামলার ঘটনাকে ঘিরে এই মুহূর্তে উত্তাল বলিউড। সেই সঙ্গে জুড়েছে বাংলাদেশের যোগও। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তসলিমা যেখানে সইফ আলি খানের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাকে পুরোটাই গল্প বলে আখ্যা দিয়েছেন লেখিকা। তিনি লিখেছেন, ‘সবচেয়ে বেশি অবিশ্বাস্য, সইফকে ছুরিকাঘাত করার পর নির্বিঘ্নে চোর বাবাজি বেরিয়ে গেল, হেঁটে হেঁটে ১১ তলার সিঁড়ি পার হল, আঙিনা পার হল, গেট পার হল, না দারোয়ান, না সইফের বাড়ির কোনও কাজের লোক, কেউ এসে তাঁকে আটকাল না’। অন্যদিকে সইফ পুত্র তৈমুর আলি খানকে নিয়েও মন্তব্য করেছেন তিনি। হামলার রাতে বাবাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল সাত বছরের তৈমুর। সে বিষয়ে তসলিমা লিখেছেন, ‘সইফকে হাসপাতালের পথে সঙ্গ দিতে হল সাত বছরের তৈমুরকে। তাও আবার অটো রিক্সায়। করিনা কাপুর অথবা কোনও আত্মীয় বা প্রতিবেশী কেউ গাড়ি চালিয়ে নিয়ে গেল না হাসপাতালে, বিশ্বাসযোগ্য নয়।’ পাশাপাশি সইফের দ্রুত সুস্থতার খবরটিও বিশ্বাস করতে পারছেন না তসলিমা। তিনি জানান, ‘অস্ত্রোপাচার হয়েছে দীর্ঘ ৬ ঘণ্টা, স্পাইনাল ফ্লুইড বেরিয়ে গিয়েছিল, আইসিইউতেও ছিলেন। যদিও চারদিন পর সাইফকে দেখে মনে হয়নি তাঁর আদৌ কিছু হয়েছে। ঘটনাটা যখন পাবলিক করা হয়েছে, তখন নিরাপত্তার নামে মুখে কুলুপ আঁটা তো ঠিক নয়। খুব অদ্ভুত লাগছে যে সইফ আলী খান জানিয়ে দিচ্ছেন না কী ঘটেছিল সে রাতে।’ সেই সঙ্গে এই ঘটনায় যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, সেই আসল অপরাধী কি না সেই নিয়েও প্রশ্ন তুলে লেখিকা লেখেন, ‘তিনিই জানেন কী উদ্দেশ্য ছিল চোরের, শুধুই চুরি করা নাকি অন্য কিছু। কেউ কেউ বলছে, বাইরের কেউ নয়, ঘরের কেউ তাঁকে আঘাত করেছে! এসব তথ্য তদন্তকারী কর্মকর্তা বা পুলিশের চেয়ে বেশি জানেন সইফ। ঠিক কি না?’
Read Next
বিনোদন
February 17, 2025
সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’।
বিনোদন
February 17, 2025
এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ
বিনোদন
February 16, 2025
দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ
বিনোদন
February 16, 2025
আসছে ‘আশিকি’ ছবির তৃতীয় অধ্যায়
February 17, 2025
সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’।
February 17, 2025
এই মুহুর্তে বিতর্কের অন্যতম নামই যেন উদিত নারায়ণ
February 16, 2025
টলিউডে যেন প্রেমের মরশুম! তার মাঝেই প্রেমের ইস্তেহার তথাগত মুখোপাধ্যায়ের
February 16, 2025
দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ
February 16, 2025
ভালবাসা দিবস না ‘ছাবা দিবস’, কার জোর বেশি ছিল গত শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি?
February 16, 2025
আসছে ‘আশিকি’ ছবির তৃতীয় অধ্যায়
Related Articles
Check Also
Close