প্রস্ততি সেরে ফেলেছে ইংল্যান্ডও। প্রথম একাদশ জানিয়ে দিয়েছে তারা। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাচে নামার আগে ম্যাককালামের প্রশংসাই শোনা গেল অধিনায়ক বাটলারের মুখে। বাটলার বলেন, ‘এর আগে ম্যাকালামের কোচিংয়ে টেস্টে অনেকদিন খেলেছি। এবার সাদা বলেও আমরা খেলব। তাঁর কোচিংয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি’।ইংল্যান্ডের প্রথম একাদশে আছেন ফিল সল্ট। যার কাছে কেকেআরের সূত্রে একেবারে চেনা মাঠ ইডেন গার্ডেন্স। ছাড়াও জস বাটলার, হ্যারি ব্রুকের মতো তারকারাও আছে, যাঁরা ম্যাচ ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত। খেলবেন জোফ্রা আর্চারও।
ইংল্যান্ডের প্রথম একাদশ – বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (ক্যাপ্টেন), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।