প্রথমেই প্রশ্ন, কে এই মোনালিসা? একেবারে দরিদ্র পরিবারের খুব সাধারণ একজন মেয়ে। কুম্ভমেলার দৌলতে তিনি এখন প্রায় সকলের পরিচিত। সমাজ মাধ্যম জুড়ে শুধুই তিনি। ভাবছেন নিশ্চিয়ই ইনি কে? ইনি হলেন মালা বিক্রেতা মোনালিসা। যার হদিশ মিলেছে কুম্ভমেলায়। তাঁর খ্যাতি হঠাৎ করে এতটাই বেড়ে গিয়েছে যে মালা বিক্রিই হচ্ছিল না। সে কারণে সে মেলা ছেড়ে চলে যায়। জানা গিয়েছে, হঠাৎ করে তাঁর খ্যাতি এতটাই বেড়েছে যে তিনি নাকি ডাক পেলেন অভিনয় করার জন্য। তাও আবার পুষ্পা ৩-র মতো ছবিতে। ঘটনার সত্যতা এখনও সামনে আসে নি। তবে সমাজ মধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে এই খবর।
মোনালিসা জানিয়েছে, তিনি প্রতি বছর কুম্ভমেলায় আসেন বিভিন্ন ধরনের মালা বিক্রি করতে। ভালোই বিক্রি করেন। এবার হল বিপত্তি। ২০২৫ সালে মেলায় এক যুবক তাঁর ছবি তুলে পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে কমেছে বিক্রি। এদিকে বাবা-মা, তুতো ভাই-বোন নিয়ে সংসার মেয়েটির। তিনি স্কুলের গন্ডি পাড় হতে পারেন নি।
এবার শোনা যাচ্ছে মালা বিক্রি ছেড়ে নতুন পেশা বেছে নিয়েছেন। নিজের ইউটিউব চ্যালেন খুলেছেন। এখানেই শেষ নয়। নিজের লুকে বদল এনেছেন। যা দেখে আপনি নিজেই চিনতে পারবেন না। অল্প দিনে আরও ভাইরাল হয়েছেন। এবার শোনা যাচ্ছে বড় পর্দায় পা রাখবেন এই মালা বিক্রেতা। তাও অল্লু অর্জুনের নায়িকা হবেন। এ যেন পুরো ছবির মতো। ভবিষ্যৎ এর উত্তর দেবে।