মুম্বই ফিল্ম জগতে নাড়া পরে গেছে এই আক্রমনের ঘটনায়। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েন বলি তারকা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। আর তখনই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ আলি খান। অভিনেতার স্বাস্থ্যের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ সকাল থেকেই হাসপাতালে ভিড় জমাচ্ছেন বলি তারকারা৷ জানা গেছে, সইফ আলি খানকে ৬ বার ছুরি দিয়ে কোপ মারা হয়, যার মধ্যে ২টি গভীর ক্ষত রয়েছে। হামলার পর সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, তিনি এখন বিপদমুক্ত। তবে কিছুদিনের পর্যবেক্ষণে থাকতে হবে। প্রচুর ব্লিডিং হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ক্ষত
এতটাই গভীর যে অপারেশন করতে হয়েছে৷ হাসপাতাল সূত্রের খবর, অস্ত্রপোচারের পর তিনি আইসিইউ-তে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন৷ ইতিমধ্যেই অভিনেতাকে নিয়ে তোলপাড় বলিউড৷ খবর পেয়ে সব কাজ পেয়ে লীলাবতী হাসপাতালে বন্ধুকে দেখতে ছুটে এলেন শাহরুখ খান৷ দীর্ঘ ৪ দশকের বন্ধুর এই অবস্থার কথা শুনেই বন্ধুর পাশে এসে দাঁড়ালেন বলিউডের বাদশা।