অফবিট

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজ বয়সে সব থেকে বেশি দৌড়া দৌড়ি হয়ে থাকে। পড়াশোনার চাপ, তার উপর খেলা-ধুলা, আর সারাদিনই তো কোন না কোন কাজে বাহিরে থাকাই হয়। ফলে, ত্বকের উপর নানা রকম প্রেসার পড়ে। এই সময় একটু যত্ন নিলেই ত্বক থাকবে কোমল এবং হেলদি। ত্বকের এক্সটা যত্নের জন্য অ্যাড করতে পারেন টোনার। কিন্তু টিনেজারদের জন্যে খুব বেশি দাম দিয়ে প্রোডাক্ট কিনা কষ্টসাধ্যই বটে। বাজেটের মধ্যে তাহলে কোন টোনারটি ব্যবহার করবেন? এই প্রশ্নের উওর নিয়েই মূলত আমার আজকের লিখাটি।

 

টিনেজারদের কেন টোনার ব্যবহার করতে হবে?

১৩-১৯ বছর বয়সী টিনেজদের মুখে ব্রণের প্রকোপ দেখা দেয়া খুব কমন একটি সমস্যা। এছাড়াও বয়ঃসন্ধিকালে হরমোনজনিত পরিবর্তনের কারণে শারীরিকভাবে অনেক পরিবর্তন আসে৷ এসব সমস্যার সমাধানে টোনার হতে পারে একটি সহজ সমাধান। কীভাবে? চলুন জেনে নেয়া যাক।

 

ক্লেনজিং-টোনিং-ময়েশ্চারাইজিংয়ে টোনিং বাদ যাচ্ছে না তো?

ত্বককে সুস্থ রাখার প্রাথমিক তিনটি ধাপ ক্লেনজিং-টোনিং-ময়েশ্চারাইজিং। ত্বককে ক্লিন বা পরিষ্কার করতে, ক্লেনজিং এবং ময়েশ্চারাইজিংয়ের স্টেপ বা ধাপ দুটি মেনে চললেও অনেকেই বেশিরভাগ সময় বাদ দিয়ে যান মাঝের ধাপটি অর্থাৎ টোনিং। কিন্তু এখানেই একটি বড় ভুল হয়ে যায়। কারণ, টোনারের মত সাধারণ লিকুইডটির মধ্যেই লুকিয়ে রয়েছে সুস্থ, মসৃণ ও টানটান ত্বকের চাবিকাঠি।

 

ত্বকের গভীর থেকে তেল-ময়লা বের করে আনা ছাড়াও পোরসগুলোকে ছোট করে ব্রণের প্রবণতা কমাতে পারে এই টোনার। কিছু কিছু টোনার ত্বক পরিষ্কার ও টানটান করা ছাড়াও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে।

 

এজন্যে, টিনেজ অবস্থায় যাদের ত্বক অয়েলি এবং যাদের ব্রণ উঠার প্রবনতা বেশি, তাদের জন্য টোনার ব্যবহার করা মাস্ট। শুধু ফেইসওয়াশ ব্যবহার করে মুখের গভীরে থাকা ধুলোময়লা সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব নয়। আর এই অসম্ভব কাজকেই সম্ভব করে টোনার।

 

মুখ ধোয়ার পর বাড়তি যত্নে এবং একই সঙ্গে ত্বককে অয়েল ফ্রি আর টানটান রাখার জন্য প্রতিদিন প্রতিবার মুখ ধোয়ার পর টোনার লাগানো উচিত। ফেইসে অনেক কারণেই পি.এইচ এর ভারসাম্য হারিয়ে যায়। এর কারণে, ত্বক অয়েলি হয়ে পড়ে। টোনার ত্বকের এই পি.এইচ ব্যাল্যান্স বজায় রাখতে সাহায্য করে।

 

টিনেজ বয়সে বুঝে উঠতে কষ্ট হয় কোন টোনারটি ত্বকের জন্য কার্যকরী হবে। প্রতিটি টোনারের কাজ প্রায় এক হলেও নিজস্ব কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তাই, আজকে আমি কথা বলব টিনেজারদের জন্যে উপযুক্ত ৪টি টোনার নিয়ে।

 

টিনেজারদের ত্বকের যত্নে ৪টি টোনার কোনগুলো?

আপনি একজন টিনেজার হয়ে থাকলে আপনার মনে নিশ্চয় এই প্রশ্ন এসেছে যে আপনার ত্বকের উপযোগী টোনার তাহলে কোনটি। চলুন জেনে নেয়া যাক এরকমই ৪ টি টোনার সম্পর্কে যা আপনার ত্বকের যত্নে কাজে দিবে!

 

(১) দ্য বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং টোনার

 

কী কী উপকার পাবেন?

খেয়াল করে দেখবেন, টিনেজ বয়সে সব থেকে বেশি ব্রণ এর সমস্যা দেখা দেয়। আর অয়েলি স্কিন হলে তো কোন কথাই নেই। তার উপর, সারাদিনই বাহিরে থাকা হচ্ছে, সানস্ক্রিন আপ্লাই করা হচ্ছে, ময়লা- ধুলাবালি সব কিছু মিলিয়ে ত্বকের পোরস ব্লক হতে থাকে। ফলে, ব্রণ বা পিম্পলের সমস্যা আরও বেড়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.