নবাব পুত্র সইফ গুরুত্বরভাবে আহত হয়েছেন বুধবার মধ্যরাতে। কিন্তু কিভাবে ও কেন ঘটনাটা ঘটলো তা নিয়ে মানুষের অনেক কৌতূহল। এবার সামনে আসলো সেই খবর। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবারের সন্ধিক্ষণে রাত ২.৩০ নাগাদ সইফের উপর আক্রমণ করা হয়৷ সইফের বাড়ির পরিচারক ইলিমা ফিলিপস আলিয়াস লিমা জানান, তিনি আততায়ীকে আটকানোর চেষ্টা করেন। সেই ধস্তাধস্তিতে হাতে ছুরির আঘাতও পান তিনি। তাঁর চিৎকার শুনেই নাকি তড়িঘড়ি ছুটে আসেন সইফ। পুলিশ সূত্রে খবর, সইফ তখন সেই আততায়ীকে আটকানোর চেষ্টা করেন। সেই হাতাহাতিতেই নাকি সইফকে ছুরি দিয়ে আঘাত করে সেই আততায়ী। অভিযুক্ত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সিসিটিভি ফুটেজে সে ধরা পড়ে। পরবর্তী তদন্তের পর পরিষ্কার হবে বলে জানিয়েছেন সিনিয়র অফিসার।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সইফের দেহে মোট ছ’টি ছুরিকাঘাত আছে৷ সেগুলির মধ্যে দু’টি আঘাত গুরুতর এবং তার মধ্যে একটি শিরদাঁড়ার খুব কাছেই৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে৷ প্রাথমিক ভাবে বিপন্মুক্ত অভিনেতা। এই খবরে বিচলিত হয়ে ওঠে মুম্বই বিনোদন জগৎ। সকাল থেকেই হসপিটালে দেখা যায় সিনেমা জগতের বহু সেলিব্রিটিকে।