প্রথমেই ছোট্ট করে জেনে নেই, সিরামের কাজ কী?
সিরাম হচ্ছে মূলত হাইলি কনসেনট্রেটেড পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টগুলোকে অনেক লাইট বা থিন ফর্মুলার আকারে তৈরি করা হয়। ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের স্কিনের কোনো স্পেসিফিক প্রবলেমকে টার্গেট করে কাজ করে। সিরাম আমাদের স্কিনের একদম ভেতরের লেয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই এটি আমাদের ত্বকে খুব দ্রুত কাজ করে। রেগুলার স্কিন কেয়ারের পাশাপাশি স্কিনের কমন কিছু প্রবলেমস যেমন-
স্পট বা পিগমেন্টেশনের সমস্যা
সান ট্যান
ব্রণের দাগ
আন ইভেন স্কিনটোন
রিংকেলসের সমস্যা
এই সমস্যাগুলোকে টার্গেট করে সমাধান দিতে কাজ করে সিরাম।
সিরামে থাকা ইনগ্রেডিয়েন্টস
একটি নির্দিষ্ট বয়সে এসে স্কিন কেয়ার রুটিনে সিরাম রাখাটা মাস্ট। ফেইস ওয়াশ, ময়েশ্চারাইজার বা স্ক্রাবের মত সিরামও শখের চেয়ে আমাদের স্কিনের জন্যে প্রয়োজনটাই বেশি হয়ে পরে। কোন সিরামটি আপনার জন্যে এবং আপনার সমস্যাকে টার্গেট করে কাজ করবে তা বুঝতে পারাটা জরুরি। পাশাপাশি কোন ইনগ্রেডিয়েনন্ট কী কাজ করে তা না জেনে প্রোডাক্ট ইউজ করাটাও উচিৎ নয়। তাই চলুন জেনে নেয়া যাক, কীভাবে বুঝবেন কোন সিরামটি আপনার জন্যে তা নিয়ে।
(১) সিরামে থাকা “নিয়াসিনামাইড” এর কাজ কী?
• মূলত, ত্বকের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করতে সাহায্য করে এই নিয়াসিনামাইড
• নিয়াসিনামাইড ‘সিরামাইড’নামের লিপিড তৈরিতে সাহায্য করে, যা আমাদের স্কিনের বাইরের প্রোটেক্টিভ লেয়ারটাকে মেনটেইন করে
• রিঙ্কেলস আর ফাইন লাইনস কমিয়ে আনতে হেল্প করে
• এটি পোরস মিনিমাইজ করতে হেল্প করে
• স্কিনকে স্মুথ, ময়েশ্চারাইজড আর হেলদি রাখে
• যাদের স্কিন অতিরিক্ত অয়েলি, নিয়াসিনামাইড স্কিনের সেবাম প্রোডাকশন কনট্রোল করতে হেল্প করে
• স্কিনের রেডনেস কমিয়ে আনতে হেল্প করে
• স্কিনকে একদমই সান সেনসিটিভ করে না
• একনে বা ব্রণ দূর করতে সাহায্য করে
তাই, যাদের স্কিন অতিরিক্ত অয়েলি, ওপেন পোরস এর সমস্যা রয়েছে, মুখে বয়সের ছাপ পড়ে যাচ্ছে বা ব্রণের প্রবণতা রয়েছে তারা খুব সহজেই নিশ্চিন্তে নিয়াসিনামাইড আছে এমন সিরাম সিলেক্ট করে স্কিন কেয়ারে রাখতে পারেন।
(২) সিরামে থাকা “আলফা আরবিউটিন” এর কাজ কী?
• আলফা আরবিউটিন একটি সেইফ ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট। এটি আমাদের ফেইসের হাইপার-পিগমেন্টেশন বা পিগমেন্টেশন এর মত সমস্যার চমৎকার সল্যুশন দিতে পারে
• স্কিনের ডার্ক স্পট বা নানা রকম দাগ কমাতে হেল্প করে
• স্পট কমিয়ে স্কিনকে ব্রাইট করে। ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে
• স্কিনকে আনইভেন থেকে ইভেন করতে হেল্প করে
• ফেইসের একনে স্কারস বা পুরানো দাগ কমিয়ে আনে
• যাদের ফেইসে ব্লেমিশ বা রেডনেস এর সমস্যা আছে, তাদের জন্যে এটি বেস্ট চয়েজ
• সেনসিটিভ স্কিন যাদের তারাও এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন
“আলফা আরবিউটিন” এই ইনগ্রেডিয়েনন্ট এর নামটির সাথে আমরা অনেকেই পরিচিত। কিন্তু অনেকেই জানি না, আমাদের স্কিনে কোন ধরণের সমস্যা দেখা দিলে আলফা আরবিউটিন যুক্ত সিরাম ব্যবহার করতে হবে। তাই, মুলত যাদের ফেইসে নানা রকম স্পট বা দাগ রয়েছে তা কমিয়ে আনতে আলফা আরবিউটিন যুক্ত সিরাম হতে পারে রাইট চয়েজ।