মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে সফল অস্ত্রোপচার হল সইফ আলি খানের। সইফ আলি খানের শরীর থেকে বের করা হয়েছে ভাঙা ছুরির অংশ। তবে বিপদ কেটেছে। অবস্থা স্থিতিশীল। তবে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে আইসিইউতে। মনে করা হচ্ছে, দিন দুয়েক পর্যবেক্ষণের পর সব ঠিক থাকলে বাড়ি ছাড়া হতে পারে বলি অভিনেতাকে। বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে চড়াও হয়েছিল দুষ্কৃতী। ভোররাতে সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে বলেই খবর। তাতে সইফ আলি খানের মেরুদণ্ডের পাশে আর ঘাড়ে গভীর ক্ষতের কথা জানান চিকিৎসকেরা।