টলিউডের ” বানসারা ” সিনেমার শুটিং শুরু হয়েছে পুরুলিয়ার কোটশিলা থানার মুরগুমা জলাধারের পাশে। তৈরি করা হয়েছে সিনেমার সেট। বনি সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, সিদ্ধার্থ মন্ডলের মতো তারকারা রয়েছেন এই সিনেমায়।
থ্রিলার সাসপেন্স যুক্ত এই সিনেমার বেশিরভাগ অংশই পুরুলিয়ায় তৈরি হবে। সিনেমার বিষয়বস্তু হলো কুসংস্কারের আড়ালে প্রত্যন্ত গ্রামবাসীদের অন্ধকারে রেখে চোরাই কারবার, বেআইনি কাজ হয়ে থাকে আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকা বানসারা গ্রামে।
মূল খল নায়িকা অপরাজিতা আঢ্য সেই বেআইনি কারবারের সঙ্গে যুক্ত। সেখানে নায়ক পুলিশের ভূমিকায় আসেন বনি সেনগুপ্ত। তাঁর হাত ধরেই কুসংস্কারের অন্ধকারের বেড়াজাল থেকে মানুষকে উদ্ধার করে বেআইনি কাজের পর্দাফাঁস হয়।
দোষীরা শাস্তি পায়, এলাকায় শান্তি ফিরে আসে। সেই কাল্পনিক বানসারা গ্রামকে তৈরি করা হয়েছে এই এলাকায়। তৈরি করা হয়েছে ৪০ ফুটের দেবী। এক সপ্তাহ ধরে সেই শুটিং চলছে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
আগামী দুর্গাপুজোয় এই সিনেমা মুক্তি পাওয়ার কথা। এই ধরনের কাহিনীর থেকে পুরুলিয়া জেলার পরিবেশ, ভাষা, মানুষজন খুবই ভালো বলে জানাচ্ছেন সিনেমার পরিচালক থেকে তারকারা।