অফবিট

ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে শিট মাস্কের ব্যবহার জানা আছে কি?

ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে শিট মাস্কের ব্যবহার সম্পর্কে জেনে নিন

 

মুখের আবরণে কাটআউট করা একটা ফেব্রিক, যেটা হেভি সেরামে ভেজানো থকে। এই সিরামটি আমাদের স্কিনকে ময়েশ্চারাইজড করে, সাথে ফেইসে চকচকে ভাব আনে। আমাদের বিজি লাইফের ইজি সলিউশন হতে পারে শিট মাস্ক। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট ইউজ করা যায়। আমার পছন্দের কিছু শিট মাস্কের রিভিউ তুলে ধরছি। আশা করি, আপনারাও বুঝতে পারবেন এতে যে কোন শিট মাস্কটি আপনার জন্য রাইট চয়েস হবে।

 

 

 

 

NEOGEN – Surmedic Bright Glutathione Mask

 

নিস্তেজ স্কিনকে যদি ঝটপট গ্লোয়িং এবং একই সাথে হেলদি করতে চান, তাহলে এই মাস্কটি চোখ বন্ধ করে নিতে পারেন! কারণ এতে রয়েছে গ্লুটাথিয়ন যাকে মাদার অফ অ্যান্টি-অক্সিডেন্ট বলা হয়। স্কিনকে ব্রাইট করতে এর কার্যকারিতা অপরিসীম। এটা আমার খুব পছন্দের একটি মাস্ক।

 

 

 

 

(১) এই শিট মাস্কটি ত্বককে ব্রাইট করতে সাহায্য করে।

 

(২) ত্বকের গ্লো ফিরিয়ে আনে।

 

(৩) ত্বকের ইলাস্টিসিটি ইম্প্রুভ করে থাকে।

 

(৪) ইনস্ট্যান্ট নারিশমেন্ট আর হাইড্রেশন দেয়।

 

3W Clinic Essential Up Snail Sheet Mask

 

স্নেইল বা শামুক, ত্বকের যত্নে যত যাই হোক শামুক তো মুখে দেয়ার কথা চিন্তাই করা যায় না! কিন্তু বাজারে এখন বিভিন্ন ফর্মে স্নেইল ব্যবহার হচ্ছে। 3W Clinic Essential Up Snail Sheet Mask এ স্নেইল ব্যবহার করা হয়েছে, যা ত্বককে ইনস্ট্যান্ট গ্লোয়িং করার পাশাপাশি অন্যান্য প্রবলেম নিয়েও কাজ করে।

 

 

 

 

(১) ত্বকের টিস্যু রিপেয়ার করে।

 

(২) সানবার্ন কমিয়ে আনে।

 

(৩) এই মাস্ক ব্যবহারে অ্যান্টি-এজিং এর বেনিফিট পাওয়া যাবে। চোখের নিচে ভাঁজ, ফেইসে বলিরেখা কমিয়ে আনতে স্নেইল-এর নির্যাস খুবই কার্যকরী।

 

(৪) ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে।

 

(৫) ত্বকে আর্দ্রতা সরবরাহ করে এবং ত্বককে স্মুথ করে।

 

এতে রয়েছে বেদানা বা ডালিম ফলের নির্যাস, যা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। কী কী বেনেফিট পাবেন এই শিট মাস্কে সেটা দেখে নিন।

 

 

 

 

ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে শিট মাস্কের ব্যবহার করে মুখ থেকে তুলে ফেলছে একজন মেয়ে পিছে হালকা বেগুনি নীল ব্যাকগ্রাউন্ড

 

 

 

 

(১) ত্বকে ব্রণের দাগ বা কোন রকম পিগমেন্টশন থাকলে তা কমিয়ে আনে।

 

(২) সানট্যান রিমুভ করে থাকে।

 

(৩) স্কিনকে ইনস্ট্যান্ট হাইড্রেশন প্রভাইড করে, ড্রাইনেস দূর করে।

 

(৪) ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে থাকে।

 

(৫) ত্বককে সফট এবং স্মুথ করে থাকে।

 

(৬) স্কিন ফ্রেশ দেখায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.