অফবিট

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!

কেন হয় এই ব্ল্যাকহেডস?

আমাদের স্কিনের পোরসগুলোতে প্রতিনিয়তই ময়লা জমতে থাকে। সাধারণত আমাদের ফেইসের টি-জোনে তেল্গ্রন্থিগুলো মুখের অন্যান্য অংশের তুলনায় বেশি সক্রিয় থাকে। যার ফলে সেবাম বা তেল প্রোডাকশন বেশি হয়, আর তেল নিঃসরণ বেশি হওয়ায় সেখানে ধুলোবালি জমে ব্ল্যাকহেডস হয়ে যায়। এটা অতি স্বাভাবিক বিষয়। স্কিন পরিষ্কার না রাখলে, বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো না করলে এই সমস্যা আরও বেড়ে যায়। আর অয়েলি স্কিনে এই সমস্যাটা বেশ কমন। আপনি চাইলে খুব সহজেই এই বিরক্তিকর ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে পারেন। ইজি সল্যুশনটা এখনই বলে দিচ্ছি!

 

ব্ল্যাকহেডস রিমুভালে নোস পোর স্ট্রিপ 

আমাদের এই ব্যস্ত জীবনে চাই ঝটপট সমাধান! প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা বা টোটকা সবসময় ফলো করা সম্ভব হয়ে ওঠে না, তাই না? রেডিমেড সল্যুশন হচ্ছে নোস পোর স্ট্রিপ। ইউজ করা খুবই সহজ, ডিপলি নাকের শালগুলো উঠে আসে আর সময়ও কম লাগে। অনেকে পার্লারে যেয়ে ব্ল্যাকহেডস উঠায়, যেখানে খুঁটে খুঁটে তোলা হয় স্টিক দিয়ে, এটা খুবই পেইনফুল। এত ঝামেলার কী দরকার বলুন তো? নোস পোর স্ট্রিপ দিয়ে সহজেই আপনি বাসায় বসেই ব্ল্যাকহেডস রিমুভ করতে পারবেন। আমার খুব ফেবারিট একটি নোস পোর স্ট্রিপ-এর রিভিউ শেয়ার করবো আজকে।

 

Groome Charcoal Purifying & Deep Cleansing Nose Strip

অলরেডি এটা অনেকেই ব্যবহার করেছেন, তারা তো জানেনই এটা কতটা কার্যকরী। যারা এখনও এটা ট্রাই করেননি, ব্ল্যাকহেডস রিমুভ করা নিয়ে চিন্তিত, কীভাবে ইউজ করতে হয় বুঝতে পারছেন না, তাদের জন্যই আজকে লেখা। এক কথায় বেস্ট প্রোডাক্ট, বিজি লাইফের ইজি সল্যুশন আর কী! কেন আমার এটা ইউজ করে ভালো লেগেছে সেটা এখন বলবো।

  • এতে আছে চারকোলের পাওয়ার, যা ডিপ ক্লিনিংয়ে খুব ভালো কাজ করে।
  • পোরস পরিষ্কার রাখে আর ইনস্ট্যান্টলি নাকের সব ছোট বড় ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস রিমুভ হয়।
  • সহজেই ব্যবহার করা যায়, সময় কম লাগে আর দামটাও হাতের নাগালে।

কীভাবে ব্যবহার করতে হবে?

আমি সাধারণত সপ্তাহে ১ দিন নোস পোর স্ট্রিপ ইউজ করি। ব্যবহার প্রণালী খুবই সহজ। করার আগে, বাসায় বসে ফেসিয়ালের সময় বা সপ্তাহে ১ দিন আপনার প্রয়োজন অনুসারে এটি ইউজ করতে পারবেন। কোথাও গেলে এটা ব্যাগেও ক্যারি করতে পারবেন, সিঙ্গেল প্যাকেটে গ্রুমি নোস স্ট্রিপ পাওয়া যায়। আবার ৬ পিসের মান্থলি প্যাকেজিংও আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.