খেলা

তিনে তিন জয়ে ওডিআইতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দিল ভারতীয় মেয়েরা

রাজকোটে ধুন্ধুমার। আগের ম্যাচে ৩৭০ রান তুলেছিল ভারতীয় দল। এবার সটান চারশো পার। তাতেই তিনে তিন জয়ে ওডিআইতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দিল ভারতীয় মেয়েরা। শেষ ম্যাচে তছনছ হয়ে গেল একাধিক রেকর্ড। ভারতীয় মেয়েরা জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে তুলেছিল ৪৩৫ রান। রোহিত শর্মাদের সর্বোচ্চ রান যেখানে ৪১৮ রান। ২৩৩ রানের পার্টনারশিপ গড়েন স্মৃতি মান্ধানা (৮০ বলে ১৩৫) এবং প্রতীকা রাওয়াল (১২৯ বলে ১৫৪)। রিচা ঘোষ করেন ৪২ বলে ৫৯। এদিন জবাবে ১৩১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ভারত জেতে ৩০৪ রানের ব্যবধানে। এটাই ভারতীয় মেয়েদের সর্বোচ্চ রানে জয়। এই সিরিজের আগে অবধি মেয়েদের ওডিআই-তে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৫৮। মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ৪ উইকেটে ৪৯১ রান করেছিল নিউজিল্যান্ড। ভারত রইল চতুর্থ স্থানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.