অফবিট

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক! গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ফেইসপ্যাক

গ্লোয়িং ত্বকের জন্য আমার পছন্দের উপটান

 

প্রাকৃতিক উপাদান যেমনঃ হলুদ, চন্দন, নিম, বেসন, মুলতানি মাটি, কমলার খোসা গুঁড়ো ইত্যাদির মিশ্রণে এই প্রাকৃতিক রূপ সামগ্রীটি তৈরি করা হয়। রোজ এতোকিছু একসাথে মিশিয়ে উপটান বানানোর সময় বা ধৈর্য সবার নেই। তাই এক্ষেত্রে আমার পছন্দ “রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটান”। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এমন একটি উপটান যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুন কার্যকরী।

 

 

 

 

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটানে ৬টি কার্যকরী উপাদান আছে। যেগুলোর সংমিশ্রণ এই ফেইস উপটানটিকে করে তোলে অনন্য। এই ম্যাজিক্যাল ফেইস প্যাক আপনার ত্বককে উজ্জলতা দেয়ার পাশাপাশি ময়েশ্চারাইজডও করবে। এটি-

 

 

 

 

১০০% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।

 

অর্গানিক।

 

সব স্কিনে স্যুট করবে।

 

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটানে আছে,

 

 

 

 

হলুদ,

 

চন্দন,

 

নিম,

 

বেসন,

 

মুলতানি মাটি ও

 

কমলার খোসা গুঁড়ো।

 

উপকারিতা

 

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটানের আছে অনেক গুণাবলি। এর উপকারিতা গুলো হচ্ছে-

 

 

 

 

স্কিনটোন উজ্জ্বল করে

 

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটানে উপস্থিত ছয়টি উপাদানের সংমিশ্রণটি আপনার ত্বকে প্রাকৃতিক আভা এনে দিয়ে পুনরজ্জীবিত করতে সহায়তা করবে।

 

 

 

 

ইনফ্লেমেশন কমায়

 

হলুদ এবং চন্দনে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং সুদিং প্রপার্টিজ যা যেকোনো প্রদাহ কমাতে সহায়তা করে। হলুদ থাকায় ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে আনে। যেহেতু হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল।

 

 

 

 

পিগমেন্টেশন ও রোদে পোড়া ভাব দূর করে

 

বেসন এবং চন্দন কাঠ এই উপটানের অন্যতম দুইটি সেরা উপাদান যা সানট্যান দূর করে ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। এতে থাকা বেসন ত্বককে ভেতর থেকে পরিস্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

 

 

 

 

ব্লেমিশ এবং ব্রণের দাগ দূর করে

 

নিম, মুলতানি পাউডার এবং কমলা খোসা গুঁড়ো ডার্ক স্পট, ব্লেমিশ এবং ব্রণের দাগ দূর করে এবং ত্বকের অবস্থার উন্নতি করে।

 

 

 

 

স্ক্রাব হিসেবে

 

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটান ডেড স্কিন সেল দূর করে। এতে করে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস কমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.