অফবিট

FAQ বেসিক স্কিন কেয়ার

স্কিন কেয়ার বিষয়ে আপনাদের জিজ্ঞাসা

প্রশ্ন ১

শায়লা মনি লিয়া সাজগোজ ইনসাইডার গ্রুপে প্রশ্ন করেছেন- ‘সানস্ক্রিন ইউজ করলে ডাবল ক্লেনজিং করতে হবে? আমি মেকআপ করি না, বাসাতেই থাকি। মাঝে মাঝে চুলার কাছে যাই, তাই সানস্ক্রিন ব্যবহার করতে হয়।‘

 

উত্তরঃ বাসাতে থাকলেও দিনের বেলা সানস্ক্রিন ইউজ করতে বলা হয়, আপনি এটা ফলো করছেন, খুবই ভালো। রান্নার সময় হিট থেকে ত্বকের ক্ষতি হতে পারে, সেজন্য সানস্ক্রিন ব্যবহার করে স্কিনকে প্রোটেক্টেড রাখতে হবে, অনেকেই এটা জানেন না! এখন আসি ডাবল ক্লেনজিংয়ের বিষয়ে।

ডাবল ক্লেনজিং প্রসেস

প্রথমে অয়েল বেইজড ক্লেনজার বা মাইসেলার ওয়াটার দিয়ে ফেইস ভালোভাবে ক্লিন করতে হবে। এতে অয়েল সল্যুবল ডার্ট, ক্রিম বা মুখে লাগানো যেকোনো প্রোডাক্ট উঠে আসে, ত্বক গভীর থেকে পরিষ্কার হয়। এরপর ফোম বেইজড ক্লেনজার বা জেল টাইপের ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ব্যস, আপনার ত্বক ডিপলি এবং প্রোপারলি ক্লিন হয়ে গেলো! এটাই হচ্ছে ডাবল ক্লেনজিং।

 

সানস্ক্রিন ইউজ করলে ডাবল ক্লেনজিং কেন করতে হবে?

স্কিন ক্যাফে সানস্ক্রিন অ্যাপ্লাই করছে একজন

 

সানস্ক্রিন যেহেতু ত্বকের উপর একটি লেয়ার ক্রিয়েট করে আপনার ত্বককে হিট এবং সান ড্যামেজ থেকে সুরক্ষা দিচ্ছে, দিনশেষে ঠিকভাবে ক্লিন না করলে খুব সহজেই পোরস বন্ধ হয়ে যেতে পারে। সানস্ক্রিনে অয়েল সল্যুবল ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে যেটা পানি দিয়ে ধুলে পুরোপুরি পরিষ্কার হবে না। পোরস ক্লগড হলে পরবর্তীতে স্কিনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন একনে, বাম্পস, ডার্ক প্যাচ, রাফনেস ইত্যাদি।

 

প্রশ্ন ২

চাহাত আজিজ সাজগোজ ইনসাইডার গ্রুপে প্রশ্ন করেছেন- ‘ওপেন পোরসের জন্য কোন সিরামটি ভালো হবে?’

 

উত্তরঃ এনলার্জ পোরসের সল্যুশনে নিয়াসিনামাইড খুবই ভালো কাজ করে। বিগেনার হিসাবে ৫% দিয়ে স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে LILAC NIACINAMIDE SERUM 5% ইউজ করতে পারেন। The Ordinary Niacinamide 10%+Zinc1%, LAFZ Halal Skin Renewal Face Serum (Niacinamide) এগুলোও বেশ ভালো অপশন। তবে আপনার বয়স যদি ২০ বছরের বেশি হয়, প্রোপারলি স্কিন কেয়ার রুটিন ফলো করে থাকেন এবং সানস্ক্রিন ব্যবহার করেন ডেইলি, তাহলেই স্কিন কেয়ারে সিরাম অ্যাড করতে পারেন।

প্রশ্ন ৩

সানজিদা আক্তার লামিয়া সাজগোজ.কম ফেইসবুক পেইজে কমেন্ট করে জানতে চেয়েছেন- ‘আমার কম্বিনেশন স্কিন, সেই সাথে একনে প্রন! কোন ফেইস ওয়াশ ইউজ করবো?’

 

উত্তরঃ কম্বিনেশন এবং একনে প্রন স্কিনের জন্য LILAC Brightening Face Wash Oily And Combination Skin, Neutrogena Oil Balancing Facial Wash, Rajkonna Acne Fighting Facial Wash With Jojoba Beads, Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser এগুলো খুবই ভালো অপশন। আপনার বাজেট ও ব্র্যান্ড প্রিফারেন্স অনুযায়ী যেকোনো একটি বেছে নিতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.