খেলাবিনোদন

গুয়াহাটিতে গ্যালারিতে অর্ধেকও ভরতি হয়নি

ডার্বিবছর বদলায়, ডার্বির রঙ বদলায় না। গুয়াহাটিতে গ্যালারিতে অর্ধেকও ভরতি হয়নি। দ্রুততম গোল, পেনাল্টি বিতর্ক, লাল কার্ড-ঘটনার ঘনঘটা গোটা ম্যাচ জুড়ে। প্রথম ডার্বিতে মোহনবাগান ২-০ গোলে হারিয়েছিল। ফিরতি ডার্বিতে হারাল ১-০ গোলে। ডার্বির রঙ সবুজ মেরুন ছিল আর আছেও। এই নিয়ে ১০ বারের মুখোমুখি সাক্ষাতে ৯ বারই জিতল মোহনবাগান। ১ ম্যাচ ড্র। ম্যাচের ২ মিনিটের মধ্যেই জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। এটাই আইএসএল ডার্বিতে দ্রুততম গোল।সেই গোল আর শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টে, দ্বিতীয়ার্ধে সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখায় আরই চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। ভাগ্য ভাল, ব্যবধান বাড়েনি। তবে চরম বিতর্ক দেখা দিয়েছে ফের রেফারিং নিয়ে। আবারও খারাপ রেফারিংয়ের শিকার হতে হয় লাল হলুদ ব্রিগেডকে! প্রথমার্ধেই ১-১ গোলে সমতা ফেরাতে পারত লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, আপুইয়ার একটি নিশ্চিত হ্যান্ডবল রেফারির চোখ এড়িয়ে যায়। তাতেই ক্ষোভে ফুঁসছেন লাল হলুদ সমর্থকরা।এই জয়ে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অনেকটাই সেভ জোনে চলে গেল সবুজ মেরুন ব্রিগেড। অন্যদিকে ইস্টবেঙ্গল ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরেই রইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.