হঠাৎ আপু যেন কোথায় হারিয়ে গেলো। শত্রু সিনেমার সেই বিখ্যাত সংলাপ – ‘পুলিশ দাদা , ও পুলিশ দাদা’ আজও মানুষের মুখে মুখে ঘোরে। অনাথ শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সে সময় একাধিক বাংলা ছবিতে দেখা যেত তাঁকে। সেই সব ছবিই প্রায় হিট। এত গুলো বছর হয়ে গেল সেই মাস্টার তাপুকে আর পর্দায় দেখা যায় না। অনেক দিন হল অভিনয় জগত্ থেকে দূরে তিনি। কোথায় হারিয়ে গেলেন অভিনেতা? তিনি অভিনয় করেছেন ভরপুর অ্যাকশন, ড্রামা আবার অন্য দিকে ছিল কাহিনি। রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল -সহ এমন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। কিন্তু আর তার খোঁজ নেই কেন?
টলিপাড়া সূত্রে জানা যাচ্ছে, কলকাতার এক নামী কলেজের অধ্যাপক তিনি। বাইপাসের কাছে নাকি থাকেন তিনি। স্টুডিয়োপাড়ার সঙ্গে যোগাযোগ রাখতে নাকি খুব একটা আগ্রহী নন তিনি। তাই সে ভাবে কারও সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। খবরে প্রকাশ তিনি নিজেও আর সিনেমা জগতে থাকতে চান না। তিনি তৈরী করেছেন নিজের এক জগৎ।