ইলাং ইলাং কী?
ইলাং ইলাং ফুল
যেহেতু ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল সম্পর্কে লিখতেই বসেছি, সেহেতু প্রথমেই ইলাং ইলাং সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। ইলাং ইলাং হলুদ বর্ণের এক ধরনের স্টার শেইপড ফুল। এই ফুলটি কানাঙ্গা গাছে হয়ে থাকে, যেটা মূলত উষ্ণমন্ডলীয় অঞ্চলে জন্মায়; যেমন – ইন্ডিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় কিছু অঞ্চল ইত্যাদিতে। এই ফুলের মনমাতানো সুঘ্রাণ আপনার মনকে দিবে প্রশান্তি। হাই এন্ড ব্র্যান্ডের কিছু পারফিউমেও এই ফুলটির নির্যাস ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন সাবান, লোশন, ফুড ফ্লেভারেও এটি ব্যবহার করা হয়। আর এই ফুলের নির্যাস থেকেই ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল তৈরি করা হয়।
ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েলের ৭টি উপকারিতা
ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েলের যে কত গুণাগুণ রয়েছে তা জানলে সত্যিই অবাক হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই।
১. মুড বুস্টিং
এই অ্যাসেনশিয়াল অয়েল আমার মুড বুস্ট করতে বেশ কাজে দেয়। আপনি যদি ডিপ্রেশনে ভুগেন তবে আপনাকে রিলিফ দিতে সাহায্য করবে। এজন্য; এই অয়েল গোসলের পানিতে বা স্পা করার সময় কয়েক ফোঁটা নিয়ে ব্যবহার করতে পারেন। নিমিষেই আপনার মুড ভালো করতে বেশ হেল্প করবে। ট্রাই করে দেখুন!
২. উকুন দূর করতে
এই অ্যাসেনশিয়াল অয়েল চুলের উকুন এবং উকুনের ডিম দূর করতে বেশ কাজে দেয়। যাদের চুলে উকুনের উপদ্রব হয়, তারাই জানেন এই সমস্যা কতটা অসহ্যকর এবং যন্ত্রণাদায়ক। এজন্য-
৩ টেবিল চামচ কোকোনাট অয়েল, ৩ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, ৩-৪ ফোঁটা এই অ্যাসেনশিয়াল অয়েল মিক্স করে নিন।
পুরো চুলে এবং চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩০-৪০ মিনিট।
এরপর শ্যাম্পু করে ফেলুন। আশা করছি ভালো ফল পাবেন।
৩. ইনজুরি রিকোভারিতে
যে কোনো ইনজুরি যেমন- কাটাছেঁড়া, পুড়ে যাওয়া, ছিলে যাওয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশন ইত্যাদিতে এই অয়েল জাদুর মত কাজ করে। কারণ এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপার্টিজ দ্রুত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং ক্ষতস্থানকে দ্রুত শুকাতে করতে সাহায্য করে।
৪. পারফিউম হিসেবে
ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েলের স্মেল পারফিউমের মত লং লাস্টিং হয়। তাই এটি দিয়েই চাইলে পারফিউম বানিয়ে ফেলতে পারেন। এজন্যে,
একটি স্প্রে বোতলে ৬০ এম.এল ডিস্টিলড ওয়াটার নিন।
এর মধ্যে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ৩-৪ ফোঁটা ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করে নিন।
এটিকেই পারফিউম হিসেবে ব্যবহার করুন। এছাড়াও চুলে অনেক সময় ব্যাড স্মেল হয়। তখন চুলের গোড়াতেও স্প্রে করে দিতে পারেন।