খেলা

আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কখনও হারেনি মোহনবাগান

আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কখনও হারেনি মোহনবাগান। এটাই মোটিভেট করছে গোটা দলকে। সেই ধারাবাহিকতাই ধরে রাখা লক্ষ্য মোলিনা ব্রিগেডের। দুই দল মুখোমুখি হয়েছে মোট ৯ বার। ৮ বারই জিতেছে সবুজ-মেরুন বাহিনী। একবার ড্র হয়েছে। শেষ আইএসএল দ্বৈরথে মোহনবাগান ২-০ গোলে হারায় ইস্টবেঙ্গলকে। অন্যদিকে আইএসএলে একমাত্র মোহনবাগানই সেই দল, যাদের বিরুদ্ধে কখনও জেতেনি ইস্টবেঙ্গল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.