ত্বকের যত্নে ভিটামিন সি কীভাবে কাজ করে?
হেলদি ত্বক পেতে ভিটামিন সি কতটা কার্যকরী তা কম বেশি আমরা সবাই জানি। এই যেমন,
ভিটামিন সি কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে ত্বককে সতেজ এবং মসৃণ রাখতে সহায়তা করে
স্কিনের মেলানিনের প্রোডাকশন কন্ট্রোল করে স্কিনকে কালচে হওয়া থেকে সুরক্ষা দেয়
ভিটামিন সি আমাদের ত্বকের হাইপার পিগমেন্টেশন সহ বিভিন্ন দাগ দূর করে
স্কিনটোনকে ইভেন করে
ত্বকের রুক্ষতা বা ডালনেস দূর করে ত্বককে করে প্রাণবন্ত ও উজ্জ্বল
SHOP AT SHAJGOJ
“ভিটামিন সি” যুক্ত ময়েশ্চারাইজারের গুণাবলি কী কী?
ভিটামিন সি যুক্ত ময়েশ্চারাইজার আমাদের ত্বককে ভেতর থেকে ব্রাইট করতে সহায়তা করে
স্কিনের হেলদিভাব ফিরিয়ে আনতে কাজ করে
স্কিনকে রাখে ফ্রেশ ও সফট
সেই সাথে আমাদের ত্বকের হাইড্রেশন বুস্ট করতেও সহায়তা করে
স্কিন কেয়ারে আমার প্রিয় ভিটামিন সি গ্লো বুস্টিং ময়েশ্চারাইজার
বেশ কিছুদিন ধরেই নানা কারণে আমাদের ফেইসটা কেমন যেন নিষ্প্রাণ আর মলিন দেখাচ্ছিল। আর অয়েলি স্কিনের সমস্যাতো আছেই। এমন সময় সল্যুশন হিসেবে আমি “দ্যা বডি শপ” এর ভিটামিন সি যুক্ত “গ্লো বুস্টিং ময়েশ্চারাইজার” স্কিন কেয়ারে অ্যাড করি। গত ২ মাস টানা নাইট কেয়ার রুটিনে এটি ব্যবহার করার পর আমি সত্যি খুবই মুগ্ধ হয়েছি। প্রায় এক মাসের মাঝেই আমি আমার নিজের ফেইসে বেশ কিছু চেঞ্জ লক্ষ্য করি। এবার চলুন জেনে নেই, নিষ্প্রাণভাব কমিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আমার খুব পছন্দের ভিটামিন সি যুক্ত নাইট ময়েশ্চারাইজারটি নিয়ে। আজকে আমি শেয়ার করবো, “The Body Shop Vitamin C Glow Boosting Moisturizer” নিয়ে আমার টুকিটাকি অভিজ্ঞতা!
The Body Shop Vitamin C Glow Boosting Moisturizer কেন রেকমেন্ড করছি?
এটি আমার ফেইসের মলিনভাব দূর করে ত্বকে হেলদি গ্লো নিয়ে এসেছে
আমার মুখের স্কিন কিছু জায়গায় আনইভেন ছিল, এখন আমার স্কিন দেখতে অনেকটাই ইভেন লাগে
এটি ত্বককে একদমই অয়েলি না করে ময়েশ্চারাইজড রাখতে হেল্প করে
আমার স্কিনকে লম্বা সময়ের জন্য হাইড্রেটেড রাখতে পারে
এটি অ্যাপ্লাই এর পর রিফ্রেশিং ফিল হয়
পাশাপাশি স্কিনে খুব সুন্দর স্মুথভাব এনে দিয়েছে