অফবিট

জোজোবা অয়েল এর ৫টি অ্যামেজিং স্কিনকেয়ার বেনিফিটস

জোজোবা (হোহোবা) আসলে কী?

ইতিহাস ঘাটলে দেখা যায় কসমেটিকসে এই প্রসিদ্ধ অয়েলের ব্যবহার শুরু হয় ১৯৭০ সাল থেকে। জোজোবা অয়েলের উৎস হল জোজোবা নামক গুল্ম জাতীয় উদ্ভিদ। বৈজ্ঞানিক নাম “Simmondsia Chinensis” এটি মূলত আমেরিকা যুক্তরাস্ট্রের ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও মেক্সিকোতে জন্মে। এ গাছ এতোটাই প্রাণশক্তি সম্পন্ন যে এটি প্রচন্ড রুক্ষ প্রাকৃতিক পরিবেশেও টিকে থাকতে পারে। এই গাছে একধরনের তেলবীজ বা বাদাম উৎপন হয়, যা থেকে জোজোবা তেল সংগ্রহ করা হয়।

 

 

 

সৌন্দর্যচর্চায় জোজোবা অয়েল

চুলের যত্নে তেলের ব্যবহার নিয়ে আমরা সবাই জানি, কিন্তু ত্বকের যত্নে তেল? ঠিকই শুনেছেন! সব ধরনের ত্বকের যত্নে দারুণ কাজ করে এই ন্যাচারাল অয়েলটি। পোরস ক্লগড না করেই স্কিনের যত্ন নিতে এর জুড়ি নেই। চলুন জোজোবা তেলের ফিচারগুলো জেনে আসি।

 

ময়েশ্চার এলিমেন্টযুক্ত

জোজোবা তেলে এমন একটি প্রাকৃতিক উপাদান বিদ্যমান যেটা ত্বকের স্তরে স্তরে পানি ধরে রাখতে সাহায্য করে, ত্বককে দীর্ঘসময় ধরে আর্দ্র রাখে। তাই বিভিন্ন অ্যাসেনশিয়াল অয়েলের সাথে লোশন, ময়েশ্চারাইজিং ক্রিম ও অন্যান্য প্রসাধনীতে জোজোবা অয়েল ব্যবহৃত হচ্ছে।

 

অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপারটিজযুক্ত

জোজোবা তেলের ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী গুণ আছে। অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ থাকাতে এটি ব্রণের উপদ্রব থেকে মুক্তি দিতে অনেকটাই হেল্প করে। যাদের স্কিন অয়েলি ও একনে প্রন, তারাও ইউজ করতে পারেন।

 

মেকআপ রিমুভিং ক্যাপাবিলিটি

অনেকেরই হয়তো জানা নেই এটি মেকআপ রিমুভ করে ম্যাজিকের মতো। এমনকি সানস্ক্রিন থেকে শুরু করে ওয়াটার প্রুফ মাশকারা বা যত হেভি মেকআপ-ই হোক না কেন! ত্বকের রোমকূপ বন্ধ করে দেয় না, তাই হাতের কাছে অয়েল ক্লেনজার না থাকলে এই তেলটি দিয়ে কিন্তু ডাবল ক্লেনজিং করা যেতেই পারে। তবে চেষ্টা করবেন মেকআপ রিমুভিংয়ের জন্য অয়েল বেইজড ক্লেনজার ব্যবহার করতে।

 

 

 

অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ

জোজোবা অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই রয়েছে যা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্টের ভালো একটি উৎস। অ্যান্টি অক্সিডেন্ট প্রোপারটিজের জন্য এই ন্যাচারাল তেলটি ত্বকে নিয়মিত ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ, বলিরেখা, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।

 

তৈলাক্ত ত্বকেও মানানসই

তৈলাক্ত ত্বকের অধিকারীরা অয়েলি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে ভয় পান, পোরস ক্লগ করবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.