৫১তম জন্মদিনে সুখবর! তৃতীয়বার বাবা হচ্ছেন ফারহান আখতার! ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস এমনই, বিয়ের দুই বছরের মাথায় সন্তান আসতে চলেছে ফারহান এবং স্ত্রী শিবানী দান্ডেকরের জীবনে। সত্যিই কি তাই?
প্রসঙ্গত, ২০২২ সালে অভিনেত্রী তথা সঞ্চালিকা শিবানী দান্ডেকরের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা। এর আগে কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে বিয়ে করেন ফারহান আখতার। প্রায় ২ দশকের দাম্পত্য কাটিয়ে
তারপর বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। অধুনা-ফারহানের দুই মেয়ে। এ বার কি তাহলে তৃতীয়বার পিতৃত্বের স্বাদ
পেতে চলেছেন ফারহান? উল্লেখ্য, বৃহস্পতিবার ৫১ তম জন্মদিনে পা দিয়েছেন অভিনেতা। এর মধ্যেই সমাজমাধ্যমে খবর ছেয়ে গিয়েছে এমনই। যদিও এই প্রসঙ্গে কোনও সিলমোহর দেননি তারকাদম্পতি।