প্রায় ১০০০ বাড়ি ভস্মীভূত, সিংহভাগ গ্রাস করেছে আগুন। না, এটা কোনও সিনেমার দৃশ্য নয়, বরং সবটাই নিষ্ঠুর বাস্তব। দাবানলের লেলিহান শিখায় থমকে গিয়েছে হলিউড। ক্রমশ বিধ্বংসী আকার নিচ্ছে আমেরিকার লস এঞ্জেলসের দাবানল। লস এঞ্জেলসের প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। এমনকি
দাবানলের জেরে থমকে গিয়েছে হলিউডের কাজ।