সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অস্ট্রেলিয়া-ভারত সীমান্ত-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে পিচটি পেসারদের রাজত্বে পরিণত হয়। ম্যাচটি ছিল এসসিজি-র ইতিহাসে তৃতীয়-স্বল্পতম টেস্ট (ফলসহ) বলের সংখ্যা বিচারে। পিচটিকে আইসিসি “সন্তোষজনক” রেটিং দিয়েছে।অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা পিচটিকে “বাজে” বলে আখ্যা দেন। তবে অধিনায়ক প্যাট কামিন্স এবং ভারতীয় কোচ গৌতম গম্ভীর এটিকে টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে মনে করেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক কঠোর সমালোচনা করে বলেন, “এটাই আমার দেখা সিডনির সবচেয়ে খারাপ পিচ।” ক্রিকেট অস্ট্রেলিয়ার পিটার রোচ বলেন, “আমরা প্রতিযোগিতামূলক পিচ তৈরি করতে চাই, যা ফলপ্রসূ ম্যাচ নিশ্চিত করে।”নতুন জাতের ঘাস দিয়ে প্রস্তুত এই পিচে সিম মুভমেন্ট এবং বাউন্স ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ম্যাচে দুটি মাত্র হাফ-সেঞ্চুরি হয়—বোয়েব ওয়েবস্টার এবং ঋষভ পন্তের দুর্দান্ত ইনিংস।ক্রিকেট মহল দুই ভাগে বিভক্ত। যেখানে কেউ পিচের পক্ষে, কেউবা বিপক্ষে। সিরিজের বাকি চার পিচ “খুব ভালো” রেটিং পেলেও সিডনি পিচ ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।পিচটি ব্যাট-বলের লড়াইয়ে উত্তেজনা আনলেও, এর বৈশিষ্ট্য ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া ভবিষ্যতে আরও ভারসাম্যপূর্ণ পিচ তৈরির আশ্বাস দিয়েছে
Read Next
খেলা
February 8, 2025
ফিটনেস লেভেলে যে কোনও তরুণ ক্রিকেটারকেই যেন হারিয়ে দেবেন কোহলি
খেলা
February 5, 2025
বাংলায় নবজাগরণ হয়েছে’ – BGBS মঞ্চ থেকে মুকেশ আম্বানি
খেলা
February 5, 2025
কে বলল! রোনাল্ডোকে দেখলে এসবই মনে হবে কথার কথা
February 8, 2025
ফিটনেস লেভেলে যে কোনও তরুণ ক্রিকেটারকেই যেন হারিয়ে দেবেন কোহলি
February 7, 2025
একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ৩ উইকেট তুলে নেন হর্ষিত রানা
February 7, 2025
ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে প্রথম একদিনের ম্যাচ একপেশেভাবেই জিতে নিল ভারত
February 7, 2025
৩৬ বছর বয়সী মার্সেলো জানিয়ে দিলেন, ‘খেলোয়াড় হিসেবে আমার গল্পটা এখানেই শেষ হচ্ছে’
February 5, 2025
বাংলায় নবজাগরণ হয়েছে’ – BGBS মঞ্চ থেকে মুকেশ আম্বানি
February 5, 2025