খেলা

পর্যটক গাইড থেকে লাল-হলুদ জার্সি, রইল শেরিংয়ের স্বপ্নযাত্রার হদিশ

ফুটবলে স্বপ্নপূরণের অসাধারণ গল্প লিখলেন বক্সা পাহাড়ের ছোট্ট গ্রাম চুনাভাটির শেরিং ডুকপা। বাইচুং ভুটিয়ার পদাঙ্ক অনুসরণ করে মাত্র ১৬ বছর বয়সেই ইস্টবেঙ্গল ক্লাবের অনূর্ধ্ব-১৭ দলে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান কিশোর। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না।

 

অভাব-অনটনের সংসারে বেড়ে ওঠা শেরিংয়ের দিন কাটত পর্যটকদের গাইড হিসেবে কাজ করে। তার গ্রামে না ছিল কোনো মাঠ, না ছিল উপযুক্ত অনুশীলনের সুযোগ। তবুও প্রতিদিন ছয় কিলোমিটার হেঁটে বক্সা ফোর্টের একটি ছোট মাঠে গিয়ে ফুটবলের সাধনা চালাতেন। নিজে রোজগার করে কেনেন বুট, জার্সি, আর ফুটবলের প্রয়োজনীয় সরঞ্জাম। ফুটবল ম্যাচের খবর পেলেই ছুটে যেতেন সেখানেও।

 

শেরিংয়ের ফুটবল জীবনের মোড় ঘোরে বীরপাড়া জুবিলি ক্লাবের ‘অন্বেষণ প্রকল্পে’ সুযোগ পেয়ে। এখান থেকে কলকাতায় রাজ্য স্তরে খেলতে এসে নজর কাড়েন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের। জয়গাঁর ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমিতে অনুশীলনের অভিজ্ঞতা তাকে আরও শাণিত করে।

 

ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সি গায়ে চাপানোর পর শেরিং জানিয়েছেন, তার পরবর্তী লক্ষ্য প্রথম একাদশে জায়গা পাওয়া। বাইচুং ভুটিয়ার আইকনিক সাফল্য তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। পাহাড়ের প্রতিকূল পরিবেশ থেকে উঠে এসে ফুটবলময় জীবন গড়ে তোলার জন্য শেরিংয়ের লড়াই এক অনন্য দৃষ্টান্ত।

 

এই পাহাড়ি কিশোরের স্বপ্নযাত্রা শুধু ইস্টবেঙ্গলের নয়, গোটা ফুটবল মহলের জন্যই গর্বের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.