বিনোদন

দক্ষিণী সুপারস্টার যশের জন্মদিনে, অনুরাগীদের দিল নতুন চমক !

দক্ষিণী ছবির নায়ক গুলির মধ্যে , অন্যতম অভিনেতা হলেন নবীন কুমার গৌড়া। কিন্তু সিনেমা জগতে তিনি যশ নামেই সুপরিচিত। ২০২২ সালে ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ’ যা বক্স অফিসে বেশ ছাপ ফেলেছিল। আবারো একবার গ্যাংস্টারের ভূমিকায় দক্ষিণী অভিনেতা যশ। গত কয়েকদিন ধরে বেশ উত্তেজিত ছিলেন তাঁর আগামী ছবি ‘টক্সিক’ নিয়ে । ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তাঁর ছবির এক ঝলক দেখাবার জন্য।

১৯৮৬ সালে ৮ই জানুয়ারি ভুবনাহাল্লি, হাসান জেলা, কর্নাটকে জন্মগ্রহণ করেন। বুধবার অভিনেতা যশের ৩৯ তম জন্মদিন। ওইদিন ছবি নির্মাতাদের কথা মত সামনে আনেন যশের পরবর্তী প্রজেক্ট এর একটা ছোট ঝলক। মুক্তি পায় ‘টক্সিক : আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির ঝলক। কেভিএন প্রযোজনা সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ২৫ সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়। সেখানে যশকে দেখা গিয়েছে একেবারে রেট্রো লুকিয়ে। সাদা রঙের স্যুট, মাথায় টুপি ও ঠোঁট সিগারেট। ক্লাবে হিরোর মত যশের এন্ট্রি কেড়ে‌ নিয়েছে দর্শকদের নজর। এই লুকে অভিনেতার থেকে একেবারেই চোখ ফেরানো যাচ্ছে না। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, গতবছর অগস্টে বেঙ্গালুরুতে ‘টক্সিক’ ছবি শুটিং শুরু হয়। কেজিএফ ফ্রাঞ্চাইজির পর যশের পরবর্তী কাজ এটি ৷ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বেঙ্কট কে নারায়ণা ও যশ নিজে ৷ ছবির পরিচালক গীতু মোহনদাস ৷ অন্যদিকে, অগণিত অনুরাগীরা যশের জন্মদিন ধুমধাম করে পালন করে ৷ ফলে তাঁদের উদ্দেশ্যে যশ জানিয়েছেন, কোনও রকম জমায়েত না করতে ৷ তিনি জানিয়েছেন, তাঁর জন্মদিনে সেরা উপহার হবে অনুরাগীদের সুস্থতা ও নিরাপত্তা ৷ ফলে জন্মদিন উৎযাপন করতে গিয়ে যাতে কোনও অঘটন না ঘটে সেই দিকে জোর দিয়েছেন অভিনেতা ৷ কারণ গতবছরে এমনি এক দুর্ঘটনা ঘটে গিয়েছে ৷ সেই বছর জন্মদিন উপলক্ষ্যে যশের বিশাল বড় কাটআউট লাগাতে গিয়ে তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় তিন অনুরাগীর ৷ এই ঘটনায় প্রভাবিত হন যশ ৷ তিনি ব্যক্তিগতভাবে মৃতের পরিবারবর্দের সঙ্গে দেখা করে শোকপ্রকাশ করেন ও সমবেদনা জানান ৷ তাই সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই দিকে নজর রাখতে অনুরাগীদের অনুরোধ করেছেন অভিনেতা যশ।
এছাড়াও সূত্রের মাধ্যমে খবর, এই বছর ২০২৫ শে ১০ই এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে যশ অভিনীত ছবি ‘টক্সিক’
জন্মদিনের অনেক শুভেচ্ছা দক্ষিণী অভিনেতা যশ(নবীন কুমার গৌড়া) ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.