বেসিক স্কিনকেয়ার রুটিনের ধাপ
টিনেজ থেকেই ত্বকের যত্নে বেসিক স্টেপগুলো ফলো করা উচিত। আপনি যখন নতুন করে স্কিনকেয়ার প্রোডাক্টস অ্যাড করবেন, তখন একবারে ৩/৪টা প্রোডাক্টস ট্রায়াল না দেওয়াই ভালো। করে নিতে হবে প্রথমেই। একটি প্রোডাক্ট অন্তত এক সপ্তাহ ইউজ করে সেটা স্যুট করে গেলে তারপর নেক্সট প্রোডাক্ট ইনক্লুড করে নিন। আর কোনো প্রোডাক্ট ইউজ করে যদি স্কিনে ইরিটেশন হয়, তাহলে সেটা আপাদত বাদ দিতে হবে। দেখে নিন ডেইলি, উইকলি ও মান্থলি স্কিনকেয়ার রুটিনের ধাপগুলো কী কী।
বিগেইনারদের জন্য বেসিক স্কিনকেয়ার রুটিন
ক্লেনজিং
প্রথমেই আপনাকে ত্বকের ধরন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিতে হবে। হেলদি স্কিনের জন্য প্রথম থেকেই ডাবল ক্লেনজিং মেথড ফলো করুন। সেজন্য একটি অয়েল বেইজড ক্লেনজার বা মাইসেলার ওয়াটার বা মেকআপ ক্লেনজিং অয়েল দিয়ে ফেইস ক্লিন করে তারপর ফোম বা জেল বেইজড ফেইস ওয়াশ বা ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিন। সকালে আপনি অনলি ফেইস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করতে পারেন, কিন্তু রাতের বেলা বা বাইরে থেকে এসে আপনাকে ডাবল ক্লেনজিং করতে হবে। এতে যেই বেনিফিটগুলো পাবেন-
- ডার্ট, পল্যুশন, মেকআপ, সানস্ক্রিন সবই প্রোপারলি ক্লিন হবে
- পোরস ক্লগড হয়ে স্কিনে বাম্পস বা একনে হওয়ার পসিবিলিটি থাকবে না
- স্কিনের এক্সেস অয়েল রিমুভ হবে, স্কিন ফ্রেশ ও হেলদি থাকবে
প্রোডাক্ট সাজেশন
ড্রাই ও অয়েলি স্কিনের জন্য আলাদা আলাদা ক্লেনজার পাওয়া যায়, যেটা প্রোডাক্টের প্যাকেজিংয়ে মেনশন করা থাকে। বিগেইনারদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু ফেইস ওয়াশ ও ক্লেনজারের সাজেশন থাকছে, স্কিন টাইপ ও কনসার্ন অনুযায়ী বেছে নিন আপনার পছন্দেরটি