বিনোদন

২০২৫ আবার হল কাঁপাতে আসছে দেবের রঘু ডাকাত

রঘু ডাকারের কাহিনী আমরা কম বেশি সকলেই জানি। এক সময় হুগলী জেলার বিখ্যাত ডাকাত ছিল রঘু ডাকাত। কথিত আছে সাধক রাম প্রসাদকে মায়ের কাছে বলি দেবার উদ্দেশ্যে রঘু তাকে হাঁড়ি কাঠে তুলেছিল। তখন রামপ্রসাদের একটা গান শুনে রঘু ডাকাতের মনের পরিবর্তন ঘটে। সেই কাহিনী নিয়েই আসছে ‘রঘু ডাকাত’। ২০২৪ সালে মুক্তি পাওয়া সুপার হিট বাংলা ছবিগুলির মধ্যে অন্যতম দেবের ‘খাদান’। এবার বিশ্ব ২০২৫ সালে পা রাখতেই আরও বড় চমক দিলেন দেব। নতুন বছরের প্রথম দিনেই পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’- এর প্রথম পোস্টার প্রকাশ্যে আনলেন অভিনেতা দেব। ২০২৪-এর শেষলগ্নে এসে দেবের জয়জয়কার বাংলার বক্স অফিসে। মুক্তির দু’সপ্তাহ পরেও ‘খাদান’ জ্বরে কাঁপছে বাংলার উত্তর থেকে দক্ষিণ। মাত্র ১১ দিনে বক্স অফিসে ১০ কোটির গণ্ডি পার করে ফেলেছে দেবের ছবি, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

এবার আসছে দেব অভিনীত আরও এক ধামাকাদার ছবি ‘রঘু ডাকাত’। ২০২১ সালে এসভিএফ ঘোষণা করেছিল রঘু ডাকাতের। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে। খালি গায়ে ধুতি পরে খড়গ আর মশাল হাতে দাঁড়িয়ে রয়েছেন দেব, মাথায় ফেট্টি। বছর চারেক আগে ‘রঘু ডাকাত’-এর এমন লুক দেখে চমকে গিয়েছিলেন সকলে। কিন্তু জানা যায়, তারপর থেকে বারবার আটকে গিয়েছে ছবির কাজ। কার্যত বাক্সবন্দি হয়ে পড়েছিল এই প্রোজেক্ট। এবার ২০২৫-এর শুরুতে ‘রঘু ডাকাত’-এর আগমনের খবর দিল এসভিএফ। সব ঠিক থাকলে এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে দেব অভিনীত ছবি ‘রঘে ডাকাত’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.