র্ঘদিন যাবত স্টেশনে ছিল না কোনো ডিসপ্লে বোর্ড। ডিসপ্লে বোর্ড চালু হওয়ায় রেল যাত্রীদের সুবিধা হল অনেকটাই।
ডিসপ্লে বোর্ডে কোন প্লাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে এবং ট্রেনের কোন কামরা কোথায় অবস্থিত তা সহজেই জানতে পারবে যাত্রীরা। পাশাপাশি ট্রেন ছাড়ার সময় জানা যাবে।
জানা গিয়েছে গত পরশু বালুরঘাট রেল স্টেশনে চালু হয় ডিসপ্লে বোর্ড। দুই ধরনের ডিসপ্লে বোর্ডের মাধ্যমে যাত্রীরা সঠিক প্ল্যাটফর্ম থেকে সঠিক সময়ে সঠিক কামরায় উঠতে পারবে। একটি ডিসপ্লে বোর্ডে ট্রেনের নাম, ট্রেন নম্বর এবং প্ল্যাটফর্ম নম্বর ও ট্রেনের সময় জানানো হবে। অপর এক ধরনের ডিসপ্লে বোর্ডে প্ল্যাটফর্মের কোথায় কোন কামরা রয়েছে তা জানা যাবে। অর্থাৎ এসি কোচ, স্লিপার কোচের নম্বর সহজেই যাত্রীরা বুঝে তাদের সংরক্ষিত কামরায় উঠতে পারবে। দীর্ঘদিন পর বালুরঘাট রেল স্টেশনে এই ধরনের ডিসপ্লে বোর্ড চালু হওয়ায় খুশি রেল যাত্রীরা।