মুলতানি মাটি
ফুলার’স আর্থ বা মুলতানি মাটি এমন একটি ন্যাচারাল ক্লে মাস্ক যা খুব সহজে স্কিনে অ্যাবজর্ব হয়ে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। সেই সাথে স্কিনের ডার্ক স্পট ও হাইপারপিগমেন্টেশন রিডিউস করে। এটি সব ধরনের স্কিনেই স্যুট করে। মুলতানি মাটি ভারতের ‘মুলতান’ নামের একটি শহরে প্রথম পাওয়া যায়। মুলতানি মাটির ক্লেনজিং প্রোপারটিজ ও নানা রকম বেনিফিটসের জন্য আস্তে আস্তে এর জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। প্রাচীন ভারতের এই রূপচর্চার সামগ্রী এখন সারা বিশ্বেই জনপ্রিয়।
কী কী বেনিফিটস আছে এই ক্লে মাস্কের?
- এটি স্কিনের ভেতর থেকে এক্সেস অয়েল, ইমপিওরিটিস বের করে স্কিনকে ডিপলি ক্লিন করে
- স্কিনকে জেন্টলি এক্সফোলিয়েট করে
- ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস দূর করে স্কিনে ন্যাচারাল হেলদি গ্লো দেয়
- স্কিনটোন ইমপ্রুভ করে
- ওপেন পোরস মিনিমাইজ করতে বেশ হেল্পফুল
- কন্ট্রোল করতেও দারুণ কার্যকরী
মুলতানি মাটির ৪টি অ্যামেজিং ফেইস মাস্ক
১) ডিপ ক্লেনজিং
আপনার স্কিন টাইপ যদি অয়েলি হয়ে থাকে, তাহলে ১ চা চামচ মুলতানি মাটির সাথে পরিমাণমতো রোজ ওয়াটার মিক্স করে স্মুথ পেস্ট বানিয়ে ফেইসে লাগিয়ে রাখুন। হালকা শুকিয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেইস মাস্ক ব্যবহার করলে স্কিনের অয়েলিনেস কমবে এবং পি এইচ লেভেল ব্যালেন্সড থাকবে। স্কিনে সুদিং ফিল দেয়, সেই সাথে ত্বককে হাইড্রেটেড রাখে।
আর আপনার স্কিন যদি ড্রাই হয় তাহলে ১ চা চামচ মুলতানি মাটির সাথে পরিমাণমতো দুধ মিশিয়ে নিন। স্মুথ পেস্ট বানিয়ে ফেইসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিন। ফেইস মাস্ক লাগিয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ। এরপর হালকা গরম পানি দিয়ে ফেইস ক্লিন করে ফেলুন। দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ও ভিটামিন ই থাকার কারণে এই মাস্কটি ড্রাইনেস কমিয়ে স্কিনে হাইড্রেশন প্রোভাইড করবে।
২) একনে কেয়ার ট্রিটমেন্ট
১ চা চামচ মুলতানি মাটির সাথে অ্যালোভেরা জেল আর মধু মিশিয়ে ফেইসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিন। এরপর শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।