বলিউডে বিবাহ যেমন একটা খবর, তার থেকেও বড়ো খবর বিবাহ বিচ্ছেদ। গত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য্য রাই বচ্চন। কারণ তাদের বিচ্ছেদ নাকি শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু এবার ক্যামেরায় ধরা পড়লো নতুন দৃশ্য। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হচ্ছে ভিডিও। আর সেখানেই নাকি দেখা গিয়েছে একসঙ্গে বিমানবন্দর থেকে গাড়ি থেকে নামছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য্য রাই বচ্চন। সঙ্গে নাকি দেখা গিয়েছে কন্যা আরাধ্যকেও। আর তাতেই হাঁফ ছেড়ে বাঁচলেন অনুরাগীরা। ইংরেজির নতুন বর্ষ বরণের জন্য দম্পতি সপরিবার বিদেশে ছিলেন। তার মানে যদি এটা হয় যে তারা নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবার সংসারে মন দিয়েছে, সেটা সকলের পক্ষেই মঙ্গল।
কিছুদিন ধরেই তুমুল চর্চায় রয়েছেন বলিউডের এক নম্বর পরিবার অর্থাৎ বচ্চন পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে নাকি ইতি টানতে চলেছেন অভিষেক এবং ঐশ্বর্য্য! এই খবরের রীতিমতো সরগরম গোটা দেশ। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল দুজনে নাকি একে অপরের মুখও দেখছেন না! কিন্তু নতুন বছরে আবার নতুন করে সম্পর্কের সমীকরণ তৈরি হচ্ছে বচ্চন পরিবারে। অভিষেক এবং ঐশ্বর্য্যর মধ্যে যে বেশ খানিকটা দূরত্বের সৃষ্টি হয়েছে সেই নিয়ে চর্চা শুরু হয় গত বছর। এমনকি মুকেশ আম্বানির পুত্র অনন্ত রাধিকার বিয়েতেও একসঙ্গে দেখা যায়নি দম্পতিকে। একদিকে যেখানে অভিষেক গিয়েছিলেন অমিতাভ এবং শ্বেতার সঙ্গে, অন্যদিকে সেখানে কন্যা আরাধ্যার হাত ধরে আলাদাভাবে ঐশ্বর্য্যকে অনন্ত রাধিকার বিয়েতে যেতে দেখা যায়। সেখান থেকেই গুঞ্জন ওঠে চরমে। তবে নতুন বছরের নতুন ছবি বেশ খানিকটা আশা জুগিয়েছে ভক্তবৃন্দের মনে।