বিনোদন

অবশেষে গৌরী কি ধর্ম বদলালেন?

এক বছর, দু’বছর নয়, পাক্কা ৩৩ বছর পরে শাহরুখ পত্নী গৌরী মক্কায় গিয়ে আনুষ্ঠানিক ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ছবি সহ এমন খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী। কিন্তু এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী? ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাত্‍কারে গৌরী জানিয়েছেন যে কখনই তাঁকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকী শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। ধর্ম নিয়ে যে শাহরুখের পরিবারে কোনও ছুত্‍মার্গ নেই, সেকথা জানিয়েছেন বারংবার। গৌরী ও শাহরুখের কাছে চিরকালই মানব ধর্মই প্রধান।

গৌরী এক সাক্ষাত্‍কারে জানান, তিনি ও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন। শাহরুখ ও গৌরীর তিন সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তাঁদের। তাঁদের বাড়ি মন্নতে একই আসনে রাখা হিন্দু দেবতা ও কোরান। মন্নতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। আনা হয় গণপতিকেও। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তাঁর বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ জানান যে তিনি তাঁর সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তাঁরা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তাঁরা ভারতীয়, এটাই তাঁদের পরিচয়। মক্কায় তাদের ছবি প্রসঙ্গে শাহরুখ দম্পতি বলেন, ওই ছবি সম্পূর্ণ AI দিয়ে বানানো। বাস্তবে ওই ছবি মিথ্যা। তারা বলেন, তারা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.