নটে গাছটি মুড়োল…
সিডনিতেই শেষ হল স্বপ্ন। থামল ডনের দেশে আধিপত্য। আশাটুকুও ধূলিস্যাৎ হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া, জোড়া সিরিজ হারে স্বপ্নভঙ্গ টিম ইন্ডিয়ার।
তিনদিনেই শেষ হয়ে গেল সিডনি টেস্ট। অবলীলায় ৬ উইকেটে জিতল অসিরা। ভারতের দ্বিতীয় ইনিংস থামে ১৫৭ রানে। ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরাহ। প্রসিদ্ধ কৃষ্ণা তিনটি ও সিরাজ একটি উইকেট তুলে নিয়ে ধাক্কা দিয়েছিলেন অজিদের। কিন্তু ট্র্যাভিস হেড ও ওয়েবস্টার কোনও বিপদ হতে দেননি। ১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তথা অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল ভারত।