অফবিট

ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিন হলে কোন উপাদানগুলো এড়িয়ে চলবেন?

ইনগ্রেডিয়েন্ট সিলেকশন কেন জরুরি?

নতুন কোনো প্রোডাক্ট  অ্যাড করলে অনেক সময় হুট করেই ফেইসে একনে বা বাম্পস হয়। এরকম ঘটনা কিন্তু খুবই কমন! সঠিক ধারণার অভাবে মুহূর্তেই স্কিনে রিঅ্যাকশন করে রেডনেস বা ইচিং হয়ে ক্ষতের সৃষ্টি হয়। আসলে সব ধরনের উপাদান আপনাকে স্যুট করবে, সেটা আশা করাটা ঠিক না। ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিন হলে একটু কেয়ারফুল থাকুন, বুঝে শুনে সঠিক প্রোডাক্টটি সিলেক্ট করুন।

ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিন

ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিন হলে কোন উপাদানগুলো বাদ দিবেন?

১. স্যালিসাইলিক অ্যাসিড

স্যালিসাইলিক অ্যাসিড স্কিন কেয়ারের ক্ষেত্রে খুব পরিচিত একটা নাম, তাই না? এই উপাদানটি খুবই হেল্পফুল তবে সেটা অবশ্যই অয়েলি ও  প্রন স্কিনের জন্য। আপনার স্কিনকেয়ার প্রোডাক্টসে যদি এই উপাদানটি থাকে, তাহলে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে। কারণ সেবাম প্রোডাকশন কন্ট্রোল করা এর কাজ। তাই ড্রাই স্কিনের জন্য স্যালিসাইলিক অ্যাসিড সাজেস্ট করা হয় না। কিন্তু একনে প্রন স্কিনের জন্য এই ইনগ্রেডিয়েন্টটি লাইফ সেভার।

২. অ্যালকোহল

অনেকের কাছে মনে হতে পারে যে অ্যালকোহল তো ভালো কোনো ইনগ্রেডিয়েন্ট না, এটাকে কেন স্কিনকেয়ার প্রোডাক্টে রাখা হয়! আসলে পরিমিত পরিমাণে উপস্থিত থাকলে এটি প্রোডাক্টের সেলফ লাইফ বাড়ায়, প্রিজারভেশনের কাজ করে। অন্যান্য উপাদানগুলো যাতে ফেইসে ভালোভাবে পেনিট্রেট হতে পারে সেই কাজেও সাহায্য করে। তবে ড্রাই স্কিন যাদের, তাদের এই উপাদান থেকে দূরত্ব বজায় রাখা মাস্ট। কারণ এটিও স্কিনকে অতিরিক্ত ড্রাই করে ফেলে যার ফলাফল একজিমা,  বা রোজাশিয়া। সুতরাং SD alcohol, isopropyl alcohol, denatured alcohol এই ইনগ্রেডিয়েন্টগুলো আপনার প্রোডাক্টসে আছে কিনা অবশ্যই চেক করুন। কারণ এগুলো স্কিনের ড্রাইনেস ও ইচিনেসের জন্য দায়ী।

ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিন

৩. বেনজোল পারঅক্সাইড

ড্রাই স্কিনে ইরিটেশনের জন্য দায়ী একটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বেনজোল পারঅক্সাইড। পাশাপাশি স্কিন এক্সেস ড্রাই হয়ে যাওয়ার প্রবলেম তো আছেই। সাধারণত একনে ট্রিটমেন্টে এই উপাদানটি ব্যবহার করা হয়। বিশেষ করে ইনফ্ল্যামেশন ও বাম্পস কমানোর জন্য পরিমিতভাবে এটি ইউজ করতে বলা হয়। তবে যাদের স্কিন শুষ্ক, তাদের জন্য এটা সাজেস্ট করা হয় না।

৪. প্যারাবেন

আচ্ছা প্যারাবেন মানেই কি সেই প্রোডাক্ট খারাপ? আপনার কী মনে হয়? বেশ কিছু প্রোডাক্টসের গায়ে লেখা থাকে প্যারাবেন ও সালফেট ফ্রি, মানে সেই প্রোডাক্টগুলো একদমই মাইল্ড! অনেক দেশে এটি ব্যানড করা হয়েছে। তবুও স্কিনকেয়ার রেঞ্জে অনেক সময় প্যারাবেন থাকে কেননা এই উপাদানটি এক ধরনের প্রিজারভেটিভ, এটার কাজ হলো প্রোডাক্টসের সেলফ লাইফ বাড়িয়ে দেওয়া। নির্দিষ্ট মাত্রায় প্যারাবেনের কিছু ভ্যারিয়েন্টস ত্বকের জন্য নিরাপদ, অনেক গবেষণাতে এই তথ্য উঠে এসেছে। কিন্তু ড্রাই স্কিনে এটি ইরিটেশন ও অ্যালার্জির সমস্যা তৈরি করে। তাই আপনার স্কিন ড্রাই ও ড্যামেজড হলে এই উপাদানটি বাদ দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.