বিনোদন

ছোট্ট এক টুকরো সাদা কেক, উপরে রাখা মোমবাতিতে মেয়ের সঙ্গে ফুঁ দিলেন সোহা, কুণাল

ছোট্ট এক টুকরো সাদা কেক, উপরে রাখা মোমবাতিতে মেয়ের সঙ্গে ফুঁ দিলেন সোহা, কুণাল। তারপর সেই কেকটিকে পরম যত্নে বসানো হল সমাধি ক্ষেত্রের উপর। বাবা-মায়ের সঙ্গে চলল ছোট্ট ইনায়ার প্রার্থনা। ৮৪তম জন্মবার্ষিকী মনসুর আলি খানের। হ্যাঁ, ক্রীড়া জগতের ‘টাইগার’ তিনি। ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভারতের হয়ে ৪৬ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। অধিনায়কত্ব করেছেন ৪০টি ম্যাচে। তাঁর ৮৪তম জন্মবার্ষিকীতে মেয়ে সোহা তাঁর ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন একগুচ্ছ ছবি। দাদুর জন্মদিনে একটি ছোট্ট চিঠিও হাতে লিখে দিয়েছে ইয়ানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.