রবিবার রবি বাড়ি ফিরবে, তারই অপেক্ষায় মা। মাটির প্রলেপ দেওয়া বাড়িতে সূর্যের আলো ঢোকে ঠিকই, বেশিরভাগটাই অন্ধকার। সেই অন্ধকার শেষে রবির আলোয় উদ্ভাসিত হতে চায় শুধু রবি হাঁসদার মা’ই নন, গোটা গ্রাম। ছেলেকে স্নেহচুম্বন দিতে চান মা তুলসী হাঁসদা। কতদিন সামনে পাননি ছেলেকে। একমাস আগে সেই এসেছিল। এরপর সন্তোষের ক্যাম্পে ব্যস্ত। এবার মাথা উঁচু করেই রবি আসবেন। তিনি বাংলাকে সন্তোষ জিতিয়েছেন, সেইসঙ্গে জিতিয়েছেন যেন মায়ের লড়াইও! খুশিতে কেঁদেছেন মা তুলসী হাঁসদা। কষ্টেও কেঁদেছেন। সব হল, রবির বাবা দেখে যেতে পারলেন না কিছুই। পূর্ব বর্ধমান। ভাতার থানা। সেখানের অজ মশারু গ্রাম। কেই বা নাম জানত! সেখানেই লড়াই শুরু বড়ে মিঞার রেকর্ড ভেঙে বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করার কারিগর রবি হাঁসদার। আচমকা বাবা চলে যাওয়ার পর, আদিবাসী এই তরুণের স্বপ্নও ভেসে যেতই। আগলে রেখেছিলেন মা। মাঝিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভাগ্যিস ২ হাজার টাকার রান্নার কাজ পেয়েছিলেন! দিনমজুরি খেটেই মেয়ে রাসমণি হাঁসদার বিয়ে দিয়েছেন। ছেলেকে ফুটবল খেলতে উৎসাহ জুগিয়েছেন। বল খেলেছেন, সেইসঙ্গে পড়াশুনোও চালিয়ে গেছেন। বলগোনা হাইস্কুল থেকে মাধ্যমিক পাশের পর অবশ্য পড়া হয়নি রবির। ভাতারের ক্লাবে খেলার পর শেষ তিনবছর কলকাতার বিভিন্ন ক্লাবেই খেলছেন। রবির মা তুলসী হাঁসদা বলেন, ‘রবির বড় ইচ্ছে ছিল মোহনবাগান ক্লাবে খেলার। কি জানি সেই স্বপ্ন পূরণ হবে কিনা’! তবে খুশি ফুটবল খেলেই জীবনটা দাঁড় করাতে পেরেছে ছেলে। না’হলে যে ছেলে-বউমা-নাতনিদের চিন্তায় ঘুম ছুটতো তাঁর। রবি ফুটবলার, রবি এরপর পুলিশও হবে। মা তুলসী হাঁসদা সত্যি ঠিকঠাক বিশ্বাস করতে পারছেন না। সব সত্যি! স্বপ্ন সত্যি হয় তাহলে!
Read Next
February 6, 2025
জেলা সহ অন্যান্য ঐতিহাসিক স্থান গুলোকে হেরিটেজ ঘোষণার দাবি নিয়ে জেলা শাসকের দরবারে নাগরীক মঞ্চ
February 6, 2025
নৈহাটিতে সন্তোষ যাদব খুনের ঘটনায় 22 জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে”: অর্জুন সিং
February 6, 2025
নিউটাউনের কারিগরি ভবনের এক কর্মী কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষীকে ছুরি দিয়ে আঘাত করে!
February 3, 2025
কলকাতার লেদার কমপ্লেক্স-এ তিন সাফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু
February 3, 2025
দমদম প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি পূজা মণ্ডপে শুভেন্দু অধিকারী
January 27, 2025
বাংলাদেশের অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা
Related Articles
Check Also
Close