ফের শহর কলকাতায় দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার সাতসকালে কলকাতার রেসকোর্স এলাকায় উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে আত্মহত্যা করেছে যুবক। মৃত যুবকের নাম সামশাদ বলেই পুলিশ সূত্রে খবর। তবে আদৌ আত্মহত্যা নাকি খুন , তা নিয়ে এখনো ধন্দে পুলিশ।
যুবক এলাকায় অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রাস্তার ধারে টিনের শেডের একটি অংশ থেকে গামছা জাতীয় কিছুর সঙ্গে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
Related Articles
-
৬ মাস পেরিয়ে গেল,ন্যায়-বিচার হল না!February 10, 2025
-
এবার জুনিয়র ডাক্তারেরা পুলিশি জেরার মুখোমুখিFebruary 9, 2025
হাতে কাজ না থাকায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সামশাদ। সেই কারণেই আত্নঘাতী হয়েছেন তিনি , প্রাথমিক ভাবে এমনটাই অনুমান পুলিশের। আত্মহত্যা নাকি খুন ? খতিয়ে দেখছে পুলিশ।