পুষ্পা পর আবারও বলিউডে পা রাখলেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তবে,এবারে তার জুটিতে থাকছে চমক। এবারে তার বিপরীতে অভিনয় করবে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। তাঁদের সিনেমার নাম “ককটেল ২”। ককটেল সিনেমার সিকুয়েল হতে চলেছে ককটেল 2।
২০১২ সালে মুক্তি পেয়েছিলো “ককটেল “। সিনেমায় দেখা গেছিলো সাইফ আলি খান,দীপিকা পাডুকোন। সিনেমা রিলিজের কিছুদিন পরই জনপ্রিয় হয়েছিল ককটেল । এবারে “ককটেল ২” সিনেমায় জুটি বাঁধছেন শাহিদ কাপুর ও রশ্মিকা মান্দানা।