দাবাং সিনেমা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো বলিউডে। এই সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা সালমান খান। খলনায়কের চরিত্রে দেখা যায় দক্ষিণী অভিনেতা সোনু সুদকে। তার কয়েক বছরের মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় “দাবাং ২”। তবে দাবাং ২ -এ সালমান খানকে দেখা গেলেও সোনু সুদ কে দেখা যায়নি সিনেমায়।
সূত্রের খবর, সোনু সুদ জানান,দাবাং ২ -এ তাকে যে চরিত্র দেওয়া হয়েছিল তা একেবারেই মনে ধরেনি। তাই সেই সিনেমায় অভিনয় করেননি অভিনেতা সোনু সুদ।