‘ইষ্টিকুটুম’ খ্যাত অভিনেত্রীকে রনিতা খুবই পরিচিত মুখ। তার অভিনয় দক্ষতায় মুগ্ধ সকলে। নতুন বছরের শুরুতেই মন খারাপ রণিতার। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। অভিনেত্রী লেখেন, ২২ দিন ধরে হাসপাতালের বিছানায় কঠিন লড়াই লড়েছেন নিরুপমা দেবী। কিন্তু শেষরক্ষে হয়নি। ১৮ দিন ভেন্টিলেশনে থাকবার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রণিতা আবেগঘন পোস্টে দিদাকে স্মরণ করে লেখেন, ‘২২ দিন ধরে সাহসের সঙ্গে লড়াই চালিয়েছে হাসপাতালে। গত ১২ই ডিসেম্বর থেকে ভর্তি ছিল, ১৮ দিন ভেন্টিলেশনে থাকার পর আমার আদরের দিদা (নিরুপমা রায়) আজ আমাদের ছেড়ে চলে গেল। ওঁনার আত্মার শান্তি কামনা করি।’ রনিতার জন্য আমরা সকলেই কাতর। আমরাও তার দিদার আত্মার শান্তি কামনা করি।
রনিতা লেখেন,’এই ক্রিসমাস, এই জন্মদিন, নিউ ইয়ারে দিদা আমাদের সঙ্গেই ছিল, আমার সব কথার উত্তর দিত মাথা নাড়িয়ে। যখন আমি হাসপাতালের বিছানায় ওঁনার হাত ধরে বসে থাকতাম, আমার ছেলেবেলার কথা মনে পড়ত। কী সুন্দর ছিল দিনগুলো। যখন দিদা আমার হাত ধরত, আমাকে আগলে রাখত, আর শর্তহীন ভালোবাসা আর আদরে ভরিয়ে দিত।’ দিদার মৃত্যুর মাঝেও রণিতার মনে একটা স্বস্তি। এতদিন পর দাদুর সঙ্গে হয়ত পরপারে দেখা হবে দিদার। তিনি লেখেন, ‘আমি প্রচণ্ডভাবে দিদাকে মিস করব, তবে জানি দাদু এতদিন দিদার অপেক্ষা করছিল পরপারে, সেখানে নিশ্চিভাবে ওঁনার আত্মা শান্তি পাবে। এরপর রায় পরিবারের ঐতিহ্য আমার মধ্যে বেঁচে থাকবে। আমি গর্বিত, আমি আর্শীবাদ ধন্য যে আমি তাঁদের একমাত্র নাতনি, ওঁনারা দুজনেই বড় মনের মানুষ।’