২০২৪ সালটা বিনোদন জগতে দক্ষিনি ছবির রমরমা। আর তার মধ্যে ‘পুষ্পা ২’ তো ঝড় তুলেছে। কিন্তু এক গভীর সমস্যায় পড়েছিলেন পুষ্পা ২ এর নায়ক অল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিনেতা অল্লু অর্জুন। এই ঘটনায় অল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।গত ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয় অভিনেতাকে। জেল নাকি জামিন? বিগত কয়েকদিন ধরে এই নিয়ে দীর্ঘ টানাপোড়েনে ছিলেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন। অবশেষে স্বস্তি পেলেন অল্লু অর্জুন। খুশি অর্জুন ভক্তরা।
তেলেঙ্গানা হাইকোর্টে অন্তর্বতী জামিন পান অল্লু অর্জুন। অবশেষে সেই অপরাধের বোঝা নামল অভিনেতার ঘাড় থেক। জামিন পেলেন অল্লু অর্জুন। জানা যায়, গত ১৩ ডিসেম্বর অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই দিনই দক্ষিণী অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। গ্রেফতারের পরে অল্লু অর্জুনকে নিম্ন আদালতে পেশ করেছিল পুলিশ। সেইসময় বিচারক অল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তাঁর আবেদন মঞ্জুর করেছিল তেলঙ্গানা হাইকোর্ট। এই ঘটনার পর শুক্রবার পাকাপাকিভাবে দায়মুক্ত হলেন অভিনেতা।