একটি সময় ছিল যখন নতুন ইংরেজি বছর মানেই গ্রিটিংস কার্ড দেওয়া-নেওয়ার উৎসব। ৯-এর দশকে এই প্রবণতা তুঙ্গে ছিল। বন্ধু, আত্মীয়স্বজন থেকে শুরু করে সহকর্মীদের মধ্যেও নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য কার্ড দেওয়ার রেওয়াজ ছিল অন্যতম। বাজারজুড়ে গ্রিটিংস কার্ড কেনার ধুম পড়ত।
কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি এবং ডিজিটাল মাধ্যমের প্রসার গ্রিটিংস কার্ড সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলেছে। বর্তমানে এই চাহিদা প্রায় নেই বললেই চলে। যে ব্যবসায়ীরা আগে বোর্ড সাজিয়ে কার্ড বিক্রি করতেন, তারা এখন তারা নিজেদের দোকান ঘরে বসেই সামান্য কিছু কার্ড বিক্রির চেষ্টা করছেন। তবে বিক্রি সেই আগের মতো নেই।
গ্রিটিংস কার্ডের ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন শুধুমাত্র শিশুদের জন্য কিছু কার্ড বিক্রি হলেও তার পরিমাণও নগণ্য। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, এই ঐতিহ্য একদিন কালের গর্ভে হারিয়ে যাবে। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল শুভেচ্ছার সহজলভ্যতার যুগে, হারিয়ে যাচ্ছে একসময়ের এই হৃদয়গ্রাহী প্রথা।